শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বিদ্রোহ থেকে সরে এলেও অনুশীলনে যোগ দিচ্ছেন না সাবিনারা

অবশেষে বিদ্রোহ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ নারী ফুটবলার। ছবি: সংগৃহীত

অবশেষে বিদ্রোহ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ নারী ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনার পর অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তবে বিদ্রোহ থেকে সরে এলেও এখনই তারা অনুশীলনে যোগ দিচ্ছেন না। আপাপত ছুটিতে যাবেন সাবিনারা। সেখান থেকে ফিরলে বিদ্রোহী ফুটবলারদের নিয়ে কোচের সঙ্গে বসবে বাফুফে। তারপরেই কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দিবেন সাবিনা-কৃষ্ণারা।

এ বিষয়ে বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘পিটার বাটলারের অধীনেই ক্যাম্পে ফিরবে বিদ্রোহী নারী ফুটবলাররা, তবে আরব আমিরাত ম্যাচের আগে নয়, ২৪শে ফেব্রুয়ারি সিনিয়ররা ছুটিতে যাবেন, ছুটি থেকে ফিরে ক্যাম্পে যোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। পিটার বাটলারকে কোচ হিসেবে আমিও চাইনি, ইমার্জেন্সি কমিটি সিদ্ধান্ত নিয়েছিল।’

বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফেরার পর তাদের সঙ্গে কোচকে নিয়ে আলোচনায় বসবে বাফুফে। সেখানে সংকট পুরোপুরি কেটে যাবে জানিয়ে কিরণ বলেন, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই, কেউ কারো সঙ্গে অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে।’ 

এর আগে বিদ্রোহ করা ১৮ ফুটবলারকে ছাড়াই অনুশীলন চালিয়েছিলেন কোচ পিটার বাটলার। সিনিয়র জাতীয় দলের ১৩ জনসহ বয়সভিত্তিক দলের মোট ৩৭ জনকে অনুশীলন করিয়েছেন বাটলার।  আগামী ২৬শে ফেব্রুয়ারি এবং ২রা মার্চ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের ২৪শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে।

Header Ad
Header Ad

বাংলা ভাষায় মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত।

ভিডিও বার্তায় সৌদি রাষ্ট্রদূত বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাই। 

তিনি বাংলা ভাষায় আরও বলেন, বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি। এই দিনটি বিশ্বব্যাপী সব মাতৃভাষা সুরক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকুক।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এই প্রথমবারের মতো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় ভিডিও বক্তব্য দিলেন।

Header Ad
Header Ad

বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) সন্দেহভাজন হিসেবে আটক ৪৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKPBS)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ৬৮ জন বিদেশিকে আটক করে সংস্থাটি। তাদের মধ্যে ৪৫ জনই ছিলেন বাংলাদেশি নাগরিক।

এক বিবৃতিতে একেপিএস জানায়, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে অগ্রসর হননি। বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য স্থানে দীর্ঘ সময় অবস্থান করছিলেন এবং বিশেষ কারও জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়। পরবর্তী সময়ে ১৬ জন পাকিস্তানি, ৪৫ জন বাংলাদেশি ও সাতজন ভারতীয় নাগরিককে কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নেওয়া হয়।

ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে ‘নোটিশ টু লিভ’ (NTL) ইস্যু করেন। ফলে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

সংস্থাটি আরও জানায়, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক ‘নোটিশ টু লিভ’ (NTL) ইস্যু করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের নজরদারি দল দুই হাজার ৬৫৪ জন বিদেশিকে পরীক্ষা করেছে। এর মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ পর্যটক ভিসায় আসা ব্যক্তিদের কঠোরভাবে পর্যবেক্ষণ করছে এবং সন্দেহজনক কার্যকলাপে লিপ্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।

 

Header Ad
Header Ad

স্বামীর বন্ধু পরিচয়ে পদ্মার চরে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

গ্রেফতার ৩ আসামি। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পুরাতন মাওয়া ফেরি ঘাট থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে ট্রলারে উঠে পদ্মা নদীর ডোমরাখালী চরে স্বামীর বন্ধু ও তার সহযোগীদের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী (২২)। গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যবর্তী সময়ে পদ্মা নদীর ডোমরাখালী চরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্বামীর বন্ধু পরিচয়ে ট্রলারে উঠিয়ে পদ্মার চরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় ভুক্তভোগী ওই গৃহবধূকে। পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

এছাড়াও বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে মুন্সিগঞ্জ জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ধর্ষণের ঘটনার পরের দিন ভিকটিম বাদী হয়ে চারজনকে আসামি করে লিখিত অভিযোগ করলে পুলিশ সরেজমিনে গিয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে মামলা রেকর্ডভুক্ত করে।

মামলার এজাহারনামীয় আসামি মো. জামাল মোল্লাকে (২৩) প্রথমে ও পরে ইয়ামিন মুন্সী (১৯) ও জব্বার শেখকে (১৮) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এরপর তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে প্রেরণ করে। এই ঘটনায় অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক নামে একজন এখনো পলাতক রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভিকটিম পুরাতন মাওয়া ফেরিঘাট থেকে তার স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশে ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্ত দুইজন ভিকটিমকে পৌঁছে দেয়ার কথা বলে ট্রলারে উঠায়। পথিমধ্যে অপর দুই অভিযুক্ত ইয়ামিন মুন্সী এবং জব্বার শেখ ট্রলারে ওঠে। পরে এক পর্যায়ে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পদ্মা নদীর ডোমরাখালী চরে নিয়ে গিয়ে ভিকটিমকে গণধর্ষণ করে তারা। পরবর্তীতে রাত ৯টার দিকে অভিযুক্তরা মাওয়া পুরাতন কোস্টগার্ড স্টেশনের পাশে ভিকটিমকে নামিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে দ্রুত চলে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত তিনজনের কাছ থেকে ২টি স্মার্টফোন জব্দ করা হয় এবং পরীক্ষার জন্য সিআইডি ফরেনসিক ল্যাবে প্রেরণ করা হয়। মামলার ঘটনায় ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হয়। মামলার তদন্ত কার্যক্রম ও পলাতক আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

এদিকে, বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, গত বুধবার (১৯ জানুয়ারি) রাতে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযুক্তরা আদালতে ধর্ষণের অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলা ভাষায় মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত
বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
স্বামীর বন্ধু পরিচয়ে পদ্মার চরে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
১ মার্চ রোজা শুরু হলে ৩৩ বছর পর ঘটতে পারে এক বিরল ঘটনা
ফ্যাসিবাদ যতোই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না: জামায়াত আমির
এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল
ভেঙে গেল চাহাল-ধনশ্রীর সংসার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত
জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না: রিজভী
তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প
ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে: সারজিস আলম
শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর সময় ‘গো ব্যাক চুপ্পু’ স্লোগান
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা
গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ২২ লাশ, মৃতের সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়াল
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মশা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে: চসিক মেয়র
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু পরাজয়ে
এমসি কলেজে হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ, দায় চাপানোর প্রতিবাদ ছাত্রশিবিরের