ঘরে বসে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস ট্রফির খেলা
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবিঃ সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। খেলা হবে মোট ৪ ভেন্যুতে। এই টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
বাংলাদেশে নাগরিক টিভি ও টি স্পোর্টস পুরো টুর্নামেন্ট টিভিতে সম্প্রচার করবে। এ ছাড়া টফি অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে। রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ থেকে সরাসরি জানা যাবে প্রতিটি ম্যাচের খবরাখবর।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।
আইসিসি জানিয়েছে, সবগুলো ম্যাচই ৮০টিরও বেশি দেশ থেকে ভক্তরা সরাসরি উপভোগ করতে পারবেন। আইসিসি ম্যাচ সেন্টার হয়ে ফ্রি অডিও শোনা যাবে। এ ছাড়া আইসিসি ক্রিকেট ডটকমে বল বাই বল কমেন্ট্রি দেখতে পাবেন ভক্তরা।
প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট সম্প্রচার করবে ভারতের জিওস্টার নেটওয়ার্ক। এ ছাড়াও প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে আইসিসি টুর্নামেন্ট সম্প্রচার হবে। যেখানে ১৬টি ফিডে নয়টি ভিন্ন ভাষা রয়েছে: ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড়। জিওস্টার এ লাইভ স্ট্রিমিং চারটি মাল্টি-ক্যাম ফিড দ্বারা পরিচালনা হবে। টেলিভিশনে, ইংরেজি ফিড ছাড়াও, নেটওয়ার্ক হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, স্টার স্পোর্টস এবং স্পোর্টস১৮ চ্যানেলে দেখা যাবে খেলা।
এদিকে ১৯৯৬ সালের পর আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাওয়া পাকিস্তানের পিটিভি, টেন স্পোর্টসের মাধ্যমে এবং ডিজিটালভাবে মাইকো এবং তামাশা অ্যাপের মাধ্যমে লাইভ খেলা দেখা যাবে। এ ছাড়াও ভারতের ম্যাচগুলো আয়োজনের দায়িত্ব পাওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও মিনা অঞ্চলে স্ট্রার্জপ্লেসহ ক্রিকলাইফ ও ক্রিকম্যাক্স২ এর মাধ্যমে সম্প্রচার করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
একনজরে দেখে নিই যেসব টিভি ও ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফির খেলা
ভারত: জিওস্টার এ লাইভ স্ট্রিমিং, স্টারস্পোর্টস এবং চ্যানেল-১৮।
পাকিস্তান: পিটিভি এবং টেন স্পোর্টস, লাইভ স্ট্রিমিং: মাইকো এবং তামাশা অ্যাপ।
বাংলাদেশ: নাগরিক টিভি এবং টি-স্পোর্টস এবং টফি অ্যাপ।
সংযুক্ত আরব আমিরাত: স্ট্রার্জপ্লে, ক্রিকলাইফ ও ক্রিকম্যাক্স২।
ইংল্যান্ড: স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস অ্যাকশন, স্কাইগো, নাও এবং স্কাই স্পোর্টস অ্যাপ।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা: উইলোটিভি, ক্রিকবাজ অ্যাপ দ্বারা উইলোতে স্ট্রিমিং (হিন্দি কাভারেজ)।
ক্যারিবিয়ান: টিভিতে ইএসপিএনক্যারিবিয়ান ও ইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপ।
অস্ট্রেলিয়া: প্রাইমভিডিও (হিন্দিতেও কাভারেজ)।
নিউজিল্যান্ড: স্কাই স্পোর্টস এনজেড, নাও এবং স্কাই গো অ্যাপ।
দক্ষিণ আফ্রিকা এবং সাব-সাহারান অঞ্চল: সুপারস্পোর্ট এবং সুপারস্পোর্ট অ্যাপ।
আফগানিস্তান: এটিএন
শ্রীলঙ্কা: মহারাজা টিভি (লিনিয়ারে টিভি1), সিরাসা অ্যাপ
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)