চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
মেহেদি হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সহ-অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করেছে। দল দেশ ছাড়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই ঘোষণা আসে।
এর আগে, নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিরাজ। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেন তিনি।
নেতৃত্বে অভিষেক ম্যাচে আফগানদের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেন মিরাজ। ক্যারিবিয়ান সফরে তিন ওয়ানডের দুটিতে তার ব্যাট থেকে আসে ৭৪ ও ৭৭ রানের ইনিংস। এছাড়া, বল হাতেও নিয়েছেন দুটি উইকেট।
মিরাজ ও শান্তর নেতৃত্বের সংযোগ বেশ পুরনো। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে তৃতীয় স্থানে তুলে আনেন মিরাজ, তখন সহ-অধিনায়ক ছিলেন শান্ত। এছাড়া, ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট চ্যাম্পিয়ন হওয়া দলের অধিনায়কও ছিলেন মিরাজ।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দুবাইয়ে।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)