ফিক্সিংয়ে জড়িত বাংলাদেশি স্পিনার সোহেলি আক্তার ৫ বছর নিষিদ্ধ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বাংলাদেশের নারী ক্রিকেট দলের অফস্পিনার সোহেলি আক্তার। ছবি: সংগৃহীত
বাংলাদেশের নারী ক্রিকেট দলের অফস্পিনার সোহেলি আক্তারকে ফিক্সিংয়ের অভিযোগে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও তিনি মাত্র দুটি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন।
সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে মাঠে নামলেও এরপর তাকে দলে দেখা যায়নি। তবে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তিনি ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে।
বিশ্বকাপ চলাকালীন সোহেলি আক্তার তার সাবেক সতীর্থ লতা মণ্ডলকে মুঠোফোনে বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন। তবে লতা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে বিষয়টি দলের কোচ ও ম্যানেজারকে জানান। বিসিবির মাধ্যমে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে।
তদন্ত শেষে আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, সোহেলি তাদের অ্যান্টি-করাপশন নীতিমালার পাঁচটি ধারা লঙ্ঘন করেছেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি নিজেও সকল অভিযোগ স্বীকার করেছেন। ফলে তার ৫ বছর মেয়াদী শাস্তি কার্যকর হয়েছে গতকাল ১০ ফেব্রুয়ারি থেকে।
এই নিষেধাজ্ঞার ফলে আগামী পাঁচ বছর সব ধরনের ক্রিকেট সংশ্লিষ্ট কার্যক্রম থেকে দূরে থাকতে হবে সোহেলিকে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে তারা।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)