রিপন-ফাহিমের দারুণ বোলিং আর মালানের ফিফটিতে বরিশালের জয়
ছবি: সংগৃহীত
চিটাগং কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং আর মালানের অসাধারণ ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
চিটাগংয়ের ব্যাটিং লাইন-আপকে চেপে ধরে ১২১ রানে অলআউট করে বরিশাল। বোলিংয়ে ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল ৩টি করে উইকেট নেন। ফাহিম মাত্র ১২ রান খরচায় তার ৪ ওভার শেষ করেন। পরে রান তাড়ায় দাভিদ মালানের অপরাজিত ৫৬ রানের ইনিংসের কল্যাণে ১৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বরিশাল।
চিটাগংয়ের ব্যাটিং ইনিংসের শুরুটা ভালো হলেও রিপন ও ফাহিমের বোলিংয়ে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানির যৌথ প্রচেষ্টায় ১২১ রান পর্যন্ত পৌঁছায় দলটি। মিঠুন ৩৫ ও সানি অপরাজিত ২৭ রান করেন।
রান তাড়ায় বরিশাল কিছুটা ধাক্কা খায়। তামিম ইকবাল, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ দ্রুত ফিরে গেলেও অভিজ্ঞ মালান ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন। তার ৩৬ বলে ফিফটি ও নাবির ২১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সহজেই লক্ষ্যে পৌঁছায় বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ২০ ওভারে ১২১/৮ (মিঠুন ৩৫, সানি ২৭*, ফাহিম ৩/১২, রিপন ৩/২৩)।
ফরচুন বরিশাল: ১৬.৫ ওভারে ১২২/৪ (মালান ৫৬*, নাবি ২৬*, খালেদ ২/২৭)।
ফলাফল: ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: দাভিদ মালান।