দুর্দান্ত ডেথ বোলিংয়ে ঘুরলো ম্যাচের মোড়, রংপুরের সাতে সাত
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনাপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্স টানা সপ্তম জয় তুলে নিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে অপরাজিত অবস্থান ধরে রেখেছে তারা।
টসে জিতে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা ছিল নড়বড়ে। তবে খুশদিল শাহের ৩৫ বলে অপরাজিত ৭১ রানের ঝড়ো ইনিংস এবং ইফতিখার আহমেদের ৩৬ বলে ৪৩ রানের সুবাদে ২০ ওভারে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তারা। খুলনার হয়ে আবু হায়দার রনি ও হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈম (৪১ বলে ৫৮) এবং মেহেদী হাসান মিরাজের (২৪ বলে ৩৯) দ্রুতগতির ইনিংসে জয়ের কাছাকাছি পৌঁছে যায় খুলনা টাইগার্স। কিন্তু রংপুরের ডেথ বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনীতে শেষ ওভারে ১২ রান দরকার থাকা সত্ত্বেও মাত্র ৩ রান করতে পারে খুলনা। আকিফ জাভেদের ৩ উইকেট এবং সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিং রংপুরকে জয় এনে দেয়।
এ জয়ের ফলে রংপুর রাইডার্স বিপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে।