বিপিএলে টানা তিন জয়ে উড়ছে চট্টগ্রাম কিংস
ছবি: সংগৃহীত
বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে চট্টগ্রাম কিংস। ঢাকা পর্বে হার দিয়ে যাত্রা শুরু করলেও চট্টগ্রাম পর্বে এসে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। সর্বশেষ সোমবার সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি।
সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম কিংস ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ করে। পাকিস্তানি ওপেনার উসমান খান এবং ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্কের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৭৮ রান। উসমান ৩৫ বলে ৫৩ রান করেন, যেখানে ছিল আটটি চার ও একটি ছক্কা। ক্লার্ক খেলেন ৩৩ বলে ৬০ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কা। শেষ দিকে মিঠুনের ১৯ বলে ২৮ রান এবং হায়দার আলীর ১৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস দলকে বড় সংগ্রহ এনে দেয়।
জবাবে সিলেট স্ট্রাইকার্স ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। এরপর জর্জ মানসে ৩৭ বলে ৫২ রান এবং জাকের আলী ২৩ বলে অপরাজিত ৪৭ রান করেন। তবে চট্টগ্রামের বোলিং আক্রমণের সামনে সিলেটের লড়াই যথেষ্ট হয়নি। পাকিস্তানি পেসার ওয়াসিম জুনিয়র ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন, যা দলের জয়ের ভিত গড়ে দেয়।
এই জয়ে চট্টগ্রাম কিংস চার ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের ধারাবাহিক পারফরম্যান্স বিপিএলের শিরোপা দৌড়ে তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করছে।