বিপিএলে একই ম্যাচে লিটন ও তামিমের জোড়া সেঞ্চুরির দুর্দান্ত প্রদর্শনী
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার পর লিটন দাস যেন নিজের ব্যাটেই তার জবাব দিলেন। দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে, যেখানে ফর্মহীনতার কারণে জায়গা পাননি লিটন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সেই সময় ফর্মের ঘাটতিকেই লিটনের বাদ পড়ার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে সন্ধ্যায় বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটন যা করলেন, তাতে সেই ফর্ম নিয়ে যাবতীয় প্রশ্নের অবসান ঘটল।
লিটন দাস রাজশাহীর বিপক্ষে মাঠে নেমে মাত্র ৪৪ বলেই সেঞ্চুরি হাঁকালেন, যা তার স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। এমন বিধ্বংসী ব্যাটিংয়ে লিটন দেখালেন তার সক্ষমতা। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৫৫ বলে ১২৫ রান করে, যেখানে ১০টি চার ও ৯টি বিশাল ছক্কা ছিল। ১০৪ রানে থাকা অবস্থায় একবার ক্যাচ দিয়েছিলেন, কিন্তু সানজামুল তা নিতে ব্যর্থ হন। শেষ বলটি উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়ে দুর্দান্ত ইনিংসটি শেষ করেন লিটন।
তবে রাজশাহীর বিপক্ষে ঢাকার জয়োল্লাসের গল্প শুধু লিটনেই থেমে থাকেনি। তার ওপেনিং সঙ্গী তানজিদ হাসানও ঝড় তুলেছিলেন ব্যাট হাতে। ৬৪ বলে ১০৮ রান করেন তানজিদ, যেখানে ৬টি চার ও ৮টি ছক্কা ছিল। বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল দুই ওপেনারের সেঞ্চুরি উপভোগ করল। লিটন-তানজিদের উদ্বোধনী জুটি গড়ল ২৪১ রানের নতুন রেকর্ড। এমন জুটি এর আগে বিপিএলে দেখা যায়নি।
ঢাকা ক্যাপিটালসের দলীয় স্কোরও ছুঁয়ে ফেলল ইতিহাসের নতুন উচ্চতা। নির্ধারিত ২০ ওভারে তারা ১ উইকেটে তুলল ২৫৪ রান, যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
রাজশাহীর বোলাররা পুরো ম্যাচজুড়ে ছিলেন লিটন ও তানজিদের দাপটের সামনে অসহায়। বিশেষ করে লিটনের বিধ্বংসী ইনিংসের সামনে তাদের কোনো কৌশলই কার্যকর হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার চাপ ও হতাশা ঝেড়ে ফেলে লিটন যেন নিজেকে নতুন করে প্রমাণ করার মঞ্চ বানালেন। তার এই ইনিংস শুধু ব্যক্তিগত ফর্মের জবাব নয়, বরং দলীয় সাফল্যের নতুন রেকর্ডের ভিত্তি গড়ে দিল।
এই ইনিংস লিটনের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এবং ক্রিকেট ভক্তদের মনে নতুন করে আলোচনার জন্ম দেবে।