শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

তামিমের বিদায়ে যা বললেন মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন তামিম ইকবালকে আবারো দলে চান। তার অনুরোধে নির্বাচক কমিটি তামিমকে জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা নেয় এবং বিসিবিও সে উদ্যোগ গ্রহণ করে। ভক্ত-সমর্থকরাও তামিমকে আবারো জাতীয় দলের জার্সিতে দেখতে আগ্রহী ছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে সংশয়ের মধ্যে শুক্রবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম।

এদিকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক সতীর্থ শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা।

২০০৭ বিশ্বকাপে প্রথম বারের মতো বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন তামিম। সেবার তার সঙ্গী ছিলেন শাহরিয়ার নাফীস। বিদায় বেলায় তাকে বার্তা দিলেন বর্তমানে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে থাকা এই সাবেক ক্রিকেটার। নাফীস তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তোমার অবদান বাংলাদেশ সবসময় মনে রাখবে…তামিম ইকবাল।’ এরপর একটা ভিডিও প্রকাশ করেছেন যিনি, যা ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার সেই ফিফটির ক্লিপ। ক্যাপশনে লিখেছেন, ‘তামিমের আবির্ভাব।’

জাতীয় দলে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে? এক সাক্ষাৎকারে সে প্রশ্নের জবাবে বছর চারেক আগে তামিম বলেছিলেন মুশফিকুর রহিমের নাম। সেই মুশফিক গতকাল তামিমের সঙ্গে ছবি দিয়ে নিজের ফেসবুকে লেখেন, ‘তোমার অবসর ঘোষণার সময়ে তোমাকে জানাতে চাই, তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য আমি বেশ গর্বিত, তামিম। দোস্ত, তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য দূত, ব্যাটার হিসেবেও বিশ্বমানের।’

২০১৮ এশিয়া কাপে মুশফিক তার ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংসটা খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সে ম্যাচে শেষ পর্যায়ে তাকে সঙ্গ দিতে ভাঙা হাত নিয়েই ব্যাট করতে নেমেছিলেন তামিম। সে ইনিংসের কথাও স্মরণ করেন মুশফিক। বলেন, ‘দুবাইয়ে আমাদের জুটিটার কথা আমি সবসময় মনে রাখব। বিশেষ করে যখন তুমি ভাঙা আঙুল নিয়ে ব্যাট করতে নেমেছিলে তখনকার কথা। এটাই দেশের প্রতি তোমার নিবেদন, খেলাটার প্রতি তোমার অনুরাগটা প্রকাশ করে।’

এরপর মুশফিক জানান, তামিমকে খুব মিস করবেন তিনি। বললেন, ‘অবসর সুখের হোক, দোস্ত। তোমাকে মাঠের ক্রিকেটে অনেক মিস করব। তবে আমি ক্রিকেটের কাছে কৃতজ্ঞ, কারণ এখানে এসেই তোমার মতো দারুণ একটা বন্ধু পেয়েছি।’

তার বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদও স্ট্যাটাসে তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন। তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে বলা হয়, ‘তামিম, লম্বা ও দারুণ একটা ক্যারিয়ারে তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য তোমাকে অভিনন্দন। তুমি অনেক কিছু অর্জন করেছ, এবং বাংলাদেশের জন্য অনেক বড় অবদান রেখেছ। আমার মনে আছে আমরা যখন শেষ বারের মতো বাংলাদেশের হয়ে খেলেছি, আমরা একসঙ্গে ব্যাটও করেছি। তোমার সঙ্গে খেলা, মাঠে আর মাঠের বাইরে অনেক স্মৃতি ভাগাভাগি করাটা আনন্দের ছিল। আমি তোমাকে একটা সুখের অবসর সময় চাই, তোমার ভবিষ্যৎ সব চেষ্টার জন্য রইল শুভকামনা। তোমার কথা সবসময় স্মরণে থাকবে।’

বেশ কিছু ম্যাচে ওপেনিংয়ে তামিমের সঙ্গী ছিলেন সৌম্য সরকার। তিনিও একটি ছবি পোস্ট করে লেখেন, ‘নতুন শুরুর জন্য এবং সারা জীবনের অমূল্য স্মৃতিগুলোর জন্য শুভেচ্ছা। অবসর কোনো শেষ নয়, বরং এটি এক নতুন সুন্দর অধ্যায়ের সূচনা। সামনের যাত্রাটা উপভোগ করুন। হ্যাপি রিটায়ারমেন্ট, ভাই। মাঠে তোমার অভাব অনুভব করব।’

Header Ad
Header Ad

ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো: শফিকুল আলম

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দেশের দুই লাখ মানুষকে জেলে যেতে হতো। এমনকি তাদের বিরুদ্ধে প্রচারণা শুরু হতো যে, কিছু ‘দুর্বৃত্ত’ দেশে অরাজকতা সৃষ্টি করেছে।

শনিবার (১১ জানুয়ারি) ঢাকা শহরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন।

তিনি জানান, জুলাই-আগস্টের আন্দোলনে বিভিন্ন পক্ষের ভূমিকা পর্যালোচনা করা হবে এবং তাই সকলকে তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ডায়েরিতে লিখে রাখতে হবে।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং এটি একটি দায়িত্ব। তবে, বেশ কিছু গণমাধ্যম আন্দোলনকারীদের 'জাতির শত্রু' হিসেবে চিত্রিত করেছে, যা শাসকদের কাছে বার্তা পৌঁছেছিল যে আন্দোলনকারীদের দমন করা উচিত।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের লুটপাট হয়েছে, এমন অভিযোগ করেন তিনি। শফিকুল আলম বলেন, "শেখ হাসিনার আমলে চোরতন্ত্র সৃষ্টি হয়েছিল, যেখানে বড় বড় কোম্পানিগুলোকে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া হতো।"

শফিকুল আলম আরও জানান, বিদেশে অর্থ পাচারকারীরা এখনও দেশবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে, যা নিয়ে দেশের জনগণকে সতর্ক থাকতে হবে।

Header Ad
Header Ad

খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক  

মামুনুল হক। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চম আমির হিসেবে নির্বাচিত হয়েছেন শায়খুল হাদীস পরিষদের পৃষ্ঠপোষক শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।

শনিবার (১১ জানুয়ারি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি এ পদে মনোনীত হন। মাওলানা আবদুল বাছিত আজাদের স্থলাভিষিক্ত হলেন তিনি।

এ উপলক্ষে শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক, সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা সদস্যরা যথাসময়ে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া এ সংগঠনের নেতৃত্ব একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তির হাতে অর্পিত হয়েছে।

উল্লেখ্য, সংগঠনের আমির শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর মৃত্যুর পর ভারপ্রাপ্ত আমিরে মজলিসের দায়িত্ব পান মাওলানা আবদুল বাছিত আজাদ। পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে মাওলানা আবদুল বাছিত আজাদ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হন।

Header Ad
Header Ad

মেস থেকে রুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছে নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ।

মেহেদী হাসান নামের ওই শিক্ষার্থী রুয়েট নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি রংপুর জেলার বাসিন্দা মো. নূর ইসলামের ছেলে।

রুয়েটের ছাত্র উপদেষ্টা রবিউল ইসলাম সরকার বলেন, ‘দুই সিটের একটি রুমে থাকতেন মেহেদী। তার রুমমেট নেই। রুমে একাই ছিলেন মেহেদী। শুক্রবার দুপুর থেকে মেহেদীর মা তাকে ফোনে পাচ্ছিলেন না। এভাবে সারাদিন গড়িয়ে গেলে রাত ১২টার দিকে তিনি ছাত্রাবাসের অন্য এক ছাত্রকে ফোন করেন । তখন শিক্ষার্থীরা গিয়ে দেখেন যে মেহেদীর রুম ভেতর থেকে লাগানো। এরপর তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে মেহেদীর ঝুলন্ত লাশ দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করা হয়।’

ছাত্র উপদেষ্টা আরো বলেন, ‘মেহেদীর ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক শেষ করে বেরিয়ে গিয়েছেন। কিন্তু এক বিষয়ে ফেল থাকার কারণে মেহেদী যেতে পারেননি। এটা নিয়ে তার ডিপ্রেশন ছিল। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। এই ডিপ্রেশনের কারণে তিনি ‘আত্মহত্যা’ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’

ওসি মেহেদী মাসুদ বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে না।’

ওসি আরও বলেন, ‘তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরপর মরদেহ হস্তান্তর করা হবে।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো: শফিকুল আলম
খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক  
মেস থেকে রুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মক্কায় এসেছি, তবুও বাজে মন্তব্য করছে মানুষ: নিলয়
যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিয়েছে নেতানিয়াহু: হামাস  
নিক্সন চৌধুরীকে গ্রেফতারের গুঞ্জন, যা জানা গেল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: রিজভী
নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে: পররাষ্ট্র উপদেষ্টা  
ময়মনসিংহে মাজার ভাঙচুর ও কাওয়ালিতে হামলার ঘটনায় মামলা  
বিএনপি সংস্কার ও দ্রুত নির্বাচন দুটোই চায়: মির্জা ফখরুল
ঢাকায় পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন মার্কিন রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন
তামিমের বিদায়ে যা বললেন মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য
আওয়ামী লীগের পলাতক নেতার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজ
সুশাসন প্রতিষ্ঠার কারণে দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর
আ.লীগ নির্বাচন করতে পারবে কি না, তা সময় বলে দেবে: সিইসি
যশোরে তীব্র শীতে ফুটপাতের দোকানে ভিড়, বিপাকে নিম্ন আয়ের মানুষ
আমি মানুষ, দেবতা নই: মোদি
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার!
বুধবার বাইডেনের বিদায়ী ভাষণ
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ একাধিক