বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ | ৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দুই বছর আজ

ছবি: সংগৃহীত

দুই বছর আগের এই দিনটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে চিরস্মরণীয়। ১৮ ডিসেম্বর ২০২২, ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটে এই দিনেই। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্ব দেখেছিল এক রুদ্ধশ্বাস ফাইনাল। সেই মহাকাব্যিক লড়াইয়ে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে আর্জেন্টিনা তুলে নেয় বিশ্বকাপের সোনালি ট্রফি।

পুরো ফুটবল দুনিয়ার সাফল্য একদিকে, বিশ্বকাপ অন্যদিকে। সেই একটি শিরোপার জন্য আর্জেন্টিনার অপেক্ষা ছিল বহু বছরের। লিওনেল মেসির অপেক্ষাটা আরও বড়। এক জীবনে ফুটবল ক্যারিয়ারের যা জেতার সব জিতেও একটি সোনালি ট্রফির জন্য ক্যারিয়ারজুড়ে অপূর্ণতা ভর করেছিল তার।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শিরোপা ছোঁয়া দূরত্বে গিয়েও জেতা হয়নি সোনালি ট্রফিটি। ফাইনালে অতিরিক্ত সময়ে মারিও গোৎসের একমাত্র গোলে শিরোপা জয় করে নেয় জার্মানি। বঞ্চিত হন মেসি। ৮ বছর পর কাতার বিশ্বকাপে বিধাতা আর নিরাশ করলেন না এই ফুটবল জাদুকরকে। ৩৬ বছর দীর্ঘ অপেক্ষার পর আবারও শ্রেষ্ঠত্ব ফিরে পায় আর্জেন্টিনা। ২০২২ সালে ১৮ ডিসেম্বর নিজেদের ইতিহাসের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা। মেসির হাতে শোভা পেয়ে বিশ্বকাপটাই যেন পরিপূর্ণতা পায়।

যদিও সিনেমার চেয়ে বেশি নাটকীয়তায় পরিপূর্ণ ছিল কাতার বিশ্বকাপের ফাইনাল। ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জয় করে নেয় আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারিত সময় এবং অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় ছিল ৩-৩ সমতা।

নাটকের শেষ চিত্রনাট্য ছিল, শেষ মুহূর্তে ফ্রান্সের বদলি ফুটবলার কোলো মুয়ানির নিশ্চিত গোল বঞ্চিত হওয়া। পোস্টের সামনে বল পেয়ে জোরালো শট নেন তিনি। বল চলে যাচ্ছিলো আর্জেন্টিনার জালে। উপায় না দেখে গোলরক্ষক মার্টিনেজ চার হাত-পা ছড়িয়ে দিলেন। মুয়ানির শট করা বল মার্টিনেজের পায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।

সেই আসরে লিওনেল মেসি করেছিলেন মোট ৭ গোল। তবে একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে দ্বিতীয়বার টুর্নামেন্ট সেরা গোল্ডেন বলের পুরস্কারও ওঠে তার হাতে। এমিলিয়ানো মার্টিনেজ জেতেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার। আর হ্যাটট্রিকসহ ৮ গোল করা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে জেতেন গোল্টেন বুটের পুরস্কার।

Header Ad
Header Ad

মোদির বিতর্কিত পোস্ট: যে বার্তা দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে। এ বিতর্কিত পোস্টকে কেন্দ্র ক‌রে বাংলা‌দে‌শের মু‌ক্তিযু‌দ্ধের সঠিক ইতিহাস তুলে ধ‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৮ ডিসেম্বর) মোদির বিতর্কিত পোস্টের প্রতিবাদে এক বিবৃতিতে মু‌ক্তিযু‌দ্ধের ইতিহাস তুলে ধ‌রা হয়েছে।

‘ইতিহাসের তথ্য’ শিরোনামে বুধবার (১৮ ডিসেম্বর) দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দীর্ঘ সংগ্রাম এবং ৯ মাসব্যাপী নৃশংস যুদ্ধ সহ্য করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। ‘লিবারেশন অ্যান্ড বিয়ন্ড : ইন্দো-বাংলাদেশ রিলেশন্স’ শিরোনামে তার বইয়ে, প্রাক্তন ভারতীয় পররাষ্ট্র সচিব, কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত জেএন দীক্ষিত লিখেছেন, আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় সামরিক হাইকমান্ডের একটি বড় রাজনৈতিক ভুল ছিল যৌথ কমান্ডের বাংলাদেশ পক্ষের কমান্ডার জেনারেল এমএজি ওসমানির উপস্থিতি নিশ্চিত এবং স্বাক্ষরকারী করতে ব্যর্থতা।

‘তার অনুপস্থিতির আনুষ্ঠানিক অজুহাত ছিল যে তার হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল কিন্তু আত্মসমর্পণের সময়সূচির অনুযায়ী সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। কিন্তু ব্যাপক সন্দেহ ছিল যে তার হেলিকপ্টারটি ভুল পথে পাঠানো হয়েছিল যাতে তিনি সময়মতো ঢাকায় পৌঁছাতে না পারেন এবং অনুষ্ঠানে মনোযোগের কেন্দ্রবিন্দু ভারতীয় সামরিক কমান্ডারদের ওপর নিবদ্ধ হয়। এটি একটি দুর্ভাগ্যজনক বিচ্যুতি ছিল যা ভারত এড়াতে পারতো। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করে। আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানির উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার প্রথম দিনগুলোতে ভারত-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করে এমন অনেক রাজনৈতিক ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করতে পারতো।’

বিবৃ‌তিতে আরও বলা হয়, আমরা ১৯৭১ সালে আমাদের গৌরবময় বিজয় উদযাপন করি, আমরা সত্য উদযাপন করি।

এর আগে, ১৬ ডিসেম্বর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্স হ্যান্ডে‌লে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।

পোস্টটিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়ে একাত্তরের বিজয়কে কেবল ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলা হয়েছে। যা বাংলাদেশের বেশির ভাগ মানুষকে আহত করেছে।

Header Ad
Header Ad

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার। ছবি: সংগৃহীত

ভারত থেকে ২৭৪ কোটি ২০ হাজার টাকা মূল্যে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চালের ক্রয়মূল্য ধরা হয়েছে ৫৪ টাকা ৮০ পয়সা।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৪-এর আওতায় ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে নন-বাসমতি সিদ্ধ চাল কিনবে সরকার।

প্রতি টন ৪৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার হিসেবে এ চাল কিনতে ২ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫০০ ডলার ব্যয় হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৭৪ কোটি ২০ হাজার টাকা। প্রতি কেজি চালের ক্রয়মূল্য ৫৪ টাকা ৮০ পয়সা।

Header Ad
Header Ad

তনুর গ্রাফিতির ওপর পোস্টার সাঁটালেন মেহজাবীন, সমালোচনার ঝড়

তনুর গ্রাফিতির ওপর পোস্টার সাঁটালেন মেহজাবীন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর নিজের অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’-এর পোস্টার লাগিয়ে সমালোচনার মুখে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বুধবার (১৮ ডিসেম্বর) তনুর স্মৃতি বিজড়িত গ্রাফিতির ওপর পোস্টার লাগানোর সময় মেহজাবীনের সঙ্গে সিনেমার পরিচালক শঙ্খ দাসকেও দেখা যায়। এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, যেখানে অনেকেই বিষয়টি নিয়ে নিন্দা প্রকাশ করেছেন।

ইতোমধ্যেই মেহজাবীনের বিতর্কিত কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। যেখানে দেখা গেছে, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগাচ্ছেন অভিনেত্রী।

শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও ‘প্রিয় মালতী’র পোস্টার লাগাতে দেখা যায় মেহজাবীন ও তার দলকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবীনকে। তার মতো একজন তারকা কীভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন।

তিনি লিখেছেন, ‘আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবীন? কার গ্রাফিতির উপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কাল-চারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি?’

উল্লেখ্য, সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ছিলেন। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস সংলগ্ন একটি ঝোঁপে তার মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন বিষয়ে গ্রাফিতি আঁকা হয়। হত্যাকাণ্ডের শিকার তনুকে নিয়েও বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরে একটি গ্রাফিতি আঁকা হয়। এতে লেখা ছিল ‘Who do you call when the army rapes?’ এই গ্রাফিতির ওপরই মেহজাবীন তার প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’র পোস্টার সাঁটালেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মোদির বিতর্কিত পোস্ট: যে বার্তা দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
তনুর গ্রাফিতির ওপর পোস্টার সাঁটালেন মেহজাবীন, সমালোচনার ঝড়
ফ্যাসিস্ট সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে: তারেক রহমান
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
তাবলিগ ইস্যুতে যা বললেন মিজানুর রহমান আজহারী
নির্বাচনের জন্য ৬ মাসের বেশি সময় লাগার কথা নয়: সালাহউদ্দিন আহমেদ
এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউলের দুর্নীতির অনুসন্ধানে দুদক
দিনাজপুরে অর্ধকোটি টাকার নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান
শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য, কনটেন্ট ক্রিয়েটর ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
প্রধান উপদেষ্টা মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন
সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দুই বছর আজ
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জোবায়েরপন্থিদের
অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে ছিটকে পড়ল 'বলী’
অনুমোদন পাওয়া ভেন্যু বাতিল, অনিশ্চয়তায় ফোক ফেস্ট