পদত্যাগ করলেন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ
টেস্ট কোচের পদ ছাড়লেন জেসন গিলেস্পি। ছবি: সংগৃহীত
নাটকীয়তা শেষই হচ্ছে না পাকিস্তান ক্রিকেটে। এক মাস আগেই পদত্যাগ করেছেন দলটির সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন। এবার টেস্ট কোচের পদ ছাড়লেন জেসন গিলেস্পিও। দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগে বড় ধাক্কা খেলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সূত্রের বরাত দিয়ে গিলেস্পির দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ ও ইএসপিএনক্রিকইনফো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে সরে দাঁড়ালেন তিনি।
এর আগে পাকিস্তানের সহকারী কোচ টিম নিয়েলসেনের সঙ্গে পিসিবি চুক্তি নবায়ন না করায় গিলেস্পি যে পদ ছাড়বেন তা ধারণা করে নেয়া হয়েছিল। পাকিস্তানের প্রধান কোচ হিসেবে গত এপ্রিলে যোগ দিয়েছিলেন গিলেস্পি।
এদিকে গিলেস্পি পদত্যাগ করায় বাবর আজমদের লাল বলের ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ সাবেক পেসার আকিব জাভেদকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারি কারস্টেন।