চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ ট্যুরের উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আসিফ। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস ট্রফির ট্যুর চলছে বিশ্বজুড়ে। এখন এই ট্রফি আছে বাংলাদেশে। গতকাল (৯ ডিসেম্বর) বাংলাদেশে আসে চ্যাম্পিয়নস ট্রফি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই ট্রফি ট্যুরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
জানা গেছে, বাংলাদেশে ১৩ ডিসেম্বর পর্যন্ত থাকবে এই ট্রফি। বুধবার (১১ ডিসেম্বর) কক্সবাজারে প্রদর্শনী হবে চ্যাম্পিয়নস ট্রফির। লাবনী পয়েন্টে সৈকতের সীমান্ত সম্মেলন কেন্দ্রের সামনে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দর্শক-সমর্থক-ভক্তরা এই ট্রফি দেখতে পারবেন।
আগামী ১২ ডিসেম্বর ঢাকায় দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফি। এদিন রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি দেখার সুযোগ থাকবে। এরপর ১৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় নারী ও পুরুষ দলের খেলোয়াড়, সাবেক ক্রিকেটার, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, ক্রিকেট সংগঠক ও সাংবাদিকদের জন্য ট্রফি প্রদর্শন হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর প্রায় ৮ বছর কেটে গেলেও মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। ভারত-পাকিস্তানের কূটনৈতিক জটিলতার নানা জটিলতার মুখে পড়তে হয়েছে এই টুর্নামেন্ট। এবারও কম নাটকীয়তা হচ্ছে না।
তবে ২০২৫ সালে ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া এ টুর্নামেন্টের ট্রফি ইতোমধ্যে সফরে বেরিয়ে গেছে। পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন শহর ঘুরে এখন ট্রফির অবস্থান বাংলাদেশে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ২০১৭ সালে লন্ডনের ওভালে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।