রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এমএলএসের বর্ষসেরা ফুটবলার হয়ে ইতিহাস গড়লেন মেসি

এমএলএসের বর্ষসেরা ফুটবলার হয়ে ইতিহাস গড়লেন মেসি। ছবি: সংগৃহীত

ইউরোপের পাঠ চুকিয়ে লিওনেল মেসি এখন রাজ করছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। ইন্টার মায়ামির হয়ে করে যাচ্ছেন দারুণ পারফরম্যান্স। আর সেটিরই পুরস্কার পেলেন এবার। জিতলেন মেজর লিগ সকারের (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড।

২০২৩ সালের জুনে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেয়া মেসি চোট এবং জাতীয় দলের ব্যস্ততার কারণে ৬২ দিন দলের বাইরে ছিলেন। তবুও তিনি মৌসুমে ১৯ ম্যাচ খেলে ২০ গোল এবং ১৬ অ্যাসিস্ট করেন, যা তাকে সবার থেকে আলাদা করেছে। এই অসাধারণ পারফরম্যান্সে ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়ে এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। দ্বিতীয় স্থানে থাকা কলাম্বাস ক্রুর কুচো এর্নান্দেস পান ৩৩.৭০ শতাংশ ভোট।

ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি। তার নেতৃত্বে মায়ামি প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জয়ের গৌরব অর্জন করে। ইস্টার্ন কনফারেন্সে তারা ২২ জয় ও ৮ ড্রয়ের মাধ্যমে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে একটি রেকর্ড গড়ে।

তবে, এমএলএস কাপে সাফল্যের স্বাদ পায়নি মেসি ও তার দল। প্লে-অফের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিতে হয় তাদের। পুরস্কার হাতে নিয়ে মেসি এ আক্ষেপের কথাই তুলে ধরেন।

তিনি বলেন, আমি এই পুরস্কারটি অন্য এক পরিস্থিতিতে পেতে চাই, যেমন শনিবারের ফাইনালে খেলে। এই বছর এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমাদের। এবার সেটা পূর্ণ হয়নি, তবে আগামী বছর আমরা আরও শক্তিশালী হয়ে আবার চেষ্টা করব।

এদিকে, শনিবার এমএলএস কাপের ফাইনালে মুখোমুখি হবে এলএ গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস। মেসির দল না থাকলেও ফুটবলপ্রেমীদের জন্য উত্তেজনা থাকছে ম্যাচ ঘিরে।

Header Ad
Header Ad

দেশের সীমান্ত নিরাপদ আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে। কেউ কোন ক্ষতি করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌‌‘আগের সরকার সীমান্ত নিয়ে ভাবেননি, এখনকার সরকার ভাবছেন বলেই এই উত্তেজনা।বিএসএফ আর বিজিবির মধ্যে আলোচনা চলছে, শীঘ্রই চাপাইনববগঞ্জ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি সমাধান হবে। আগে কিছুটা ছাড় দেয়া হলেও, এখন সীমান্তে কোনো ছাড় দেয়া হবে না।’

এ সময় উপদেষ্টাদের পরিচয় দিয়ে কেউ কোনো সুবিধা নিতে চাইলে পুলিশকে ধরিয়ে দেয়ার কথা বলেন তিনি। পাশাপাশি তাদেরও কোন দূর্নীতি আছে কি না, তাও দেখার জন্য সাংবাদিকদের আহ্বান করেন তিনি।

Header Ad
Header Ad

ভারতের গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ

ভারতের গঙ্গায় ডুবলো বাংলাদেশি জাহাজ। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের হুগলির বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে ডুবে গেছে ছাইবোঝাই একটি বাংলাদেশি কার্গো জাহাজ। ইতোমধ্যে জাহাজটিকে উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ। সেখান থেকে দেশে ফেরার পথে হুগলি জেলার বাঁশবেড়িয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজের কর্মীরা জানান, ছাই নিয়ে বাংলাদেশে ফেরার পথে আচমকা জাহাজের তলায় বড়রকমের শব্দ হয়। এরপরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে। এসময় একদিক দিয়ে কাত হয়ে পড়ে জাহাজটি। চালকের কেবিন বাদ ছাড়া পুরো জাহাজটিই ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা।

স্থানীয়রা আরও জানান, এখন গঙ্গায় পানি কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ আবার ভেসে উঠেছে। তাই জাহাজের ভেতর থেকে ছাই বের করে এনে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। উদ্ধারকাজের জন্য উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে।

শ্রমিকরা জানান, জাহাজের সব ছাই খালি করতে সপ্তাহখানেক লেগে যেতে পারে। এরপর জাহাজ মেরামত করে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া যেতে পারে।

Header Ad
Header Ad

‘আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের’

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। আজ রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে, তাদের সবার বিচার হবে। দলটির নেতাদের মধ্যে এখনও কোনো অনুশোচনা নেই।আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই। তাদের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো।

নির্বাচন ও সংস্কার ইস্যুতে প্রেসসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেইসঙ্গে সরকার কী পরিমাণ সংস্কার চায়, তার ওপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছেন শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে। বলেছে, বছরের পর বছর উৎপাদন বেড়েছে। কিন্তু ঘটনা উল্টো।

সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে। যদিও বিগত সরকার আলুর বাম্পার দেখিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশের সীমান্ত নিরাপদ আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ
‘আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের’
আজ থেকেই গাজায় যুদ্ধবিরতি
সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সাইফের হামলাকারী বাংলাদেশী: দাবি মুম্বাই পুলিশের  
আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না: সিইসি  
যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর  
একাধিক আসনে প্রার্থী হওয়ার বিধান বাতিলের প্রস্তাব  
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা  
আজহারীর মাহফিলে ২২ নারীসহ আটক ২৩  
১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: তারেক রহমান
চা খেতে ৩শ টাকা নিয়ে এসআই ক্লোজড  
মধ্যরাতে জাবির নারী হলের একটি কক্ষ থেকে বহিরাগত যুবক আটক  
জিয়াউর রহমানের জন্মদিন আজ  
টাঙ্গাইলে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
‌‘ডিসেম্বরে জাতীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করবে সরকার’
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে, একে অপরের জন্য কাজ করবো এটাই বাংলাদেশ: ফারুকী  
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
টাঙ্গাইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান কুদরত আলী গ্রেফতার