অ-১৯ এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
যুব এশিয়া কাপের মঞ্চে আরও একটি শিরোপার হাতছানি বাংলাদেশের সামনে। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে শিরোপার লড়াইয়ে প্রস্তুত টাইগার যুবারা। শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৭ ওভারে মাত্র ১১৬ রানেই গুটিয়ে যায়। শুরুতেই বাংলাদেশি পেসার মারুফ মৃধার দারুণ বোলিংয়ে ধাক্কা খায় পাকিস্তান। দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দেন মারুফ। এরপর অধিনায়ক সাদ বেইগ এবং মোহাম্মদ রিয়াজউল্লাহ ৪২ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে ইকবাল ইমনের আঘাতে সেই জুটি ভেঙে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান।
পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৩২ রান করেন ফারহান ইউসুফ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে মোহাম্মদ রিয়াজউল্লাহর ব্যাট থেকে।
বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল ইমন নেন ৪ উইকেট। মারুফ মৃধা ২টি এবং আল ফাহাদ ও দেবাশিস দেব নেন একটি করে উইকেট।
মাত্র ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার কালাম সিদ্দিকী অ্যালেন রানশূন্য অবস্থায় আউট হন এবং অপর ওপেনার জাওয়াদ আবরার করেন ১৭ রান। তবে দলীয় অধিনায়ক আজিজুল হাকিম তামিম দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
৪২ বলে ৭টি চার ও ৩টি ছয়ের মারে অপরাজিত ৬১ রান করেন তামিম। তার ঝড়ো ফিফটিতে সহজেই পাকিস্তানকে হারিয়ে দেয় টাইগার যুবারা।
সেমিফাইনালের অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। টুর্নামেন্টের মেগা ফাইনালে এবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত।
২০২১ সালে এশিয়া কাপের নবম আসরে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা। এবার টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ তাদের সামনে।
এবারের ফাইনাল ম্যাচ হবে দুই প্রতিদ্বন্দ্বী দলের শক্তি ও প্রতিভার পরীক্ষা। টাইগার যুবারা কি ধরে রাখতে পারবে তাদের চ্যাম্পিয়নস খেতাব? তা জানতে অপেক্ষা করতে হবে ফাইনালের দিন পর্যন্ত।