সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর পাকিস্তানের সিরিজ জয়

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর পাকিস্তানের সিরিজ জয়। ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচে হেরেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে নিল পাকিস্তান। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২২ বছর পর ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে সব সংস্করণ মিলিয়ে এটি পাকিস্তানের দ্বিতীয় সিরিজ জয়।

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান যে ঘটিয়েছে পাকিস্তান। পার্থ স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৪০ রানে গুটিয়ে ১৩৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ম্যাচটি ৮ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার মাঠে এর আগে সবশেষ ২০০২ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল তারা। সেবার প্রথম ম্যাচ হারের পর শোয়েব আখতারের দুর্দান্ত বোলিংয়ে পরের দুই ম্যাচ জিতেছিল তারা। দুই দশকের বেশি সময় পর এবার শোয়েবের ভূমিকায় যেন হারিস রউফ। তিনিও শেষ দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে দলের সিরিজ জয়ের নায়ক।

সিরিজ নির্ধারণী লড়াইয়ে ম্যাথু শর্ট ও গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নিয়ে রউফই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরার স্বীকৃতিও পেয়েছেন পাকিস্তানের গতিময় এই পেসার।

দীর্ঘ অপেক্ষা ঘোচানোর দিনে আরও একবার পাকিস্তানের জয়ের মঞ্চ সাজিয়ে দিয়েছেন চার পেসার। রউফের ২ উইকেটের পাশাপাশি নাসিম শাহ ও আফ্রিদি নেন ৩টি করে উইকেট। আরেক পেসার মোহাম্মদ হাসনাইনের শিকার ১টি। পঞ্চম বোলার ব্যবহারই করতে হয়নি রিজওয়ানকে।

ঘরের মাঠে আরও একবার অতিথি পেসারদের তোপে পোড়ে ৩১.৫ ওভারে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পরে ১৩৯ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান। এর আগে দ্বিতীয় ম্যাচে তারা জিতেছিল ১৪১ বল বাকি রেখে।

সামনের বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি নিতে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের পাশাপাশি শেষ ম্যাচটি খেলেননি স্টিভেন স্মিথ, জশ হেইজেলউড, মিচেল স্টার্ক ও মার্নাস লাবুশেন। আর পিতৃত্বকালীন ছুটির জন্য পুরো সিরিজেই ছিলেন না মিচেল মার্শ ও ট্রাভিস হেড। দ্বিতীয় সারির দল নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই জমাতেই পারেনি অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ড্রেসিং রুমে ফেরেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক ও অ্যারন হার্ডি। দলের পঞ্চাশ হতে আউট হয়ে যান ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস।

১৪তম ওভারে এক প্রান্ত আগলে রাখা শর্টকে ফেরান রউফ। মাত্র ৭২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হয়ে আসে কুপার কনোলির চোট। হাসনাইনের বাউন্সার গ্লাভসে আঘাত করায় হাতের ব্যথায় ব্যাটিং চালিয়ে নিতে পারেননি তিনি। কনোলি উঠে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে কিছুই করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। সিরিজে দ্বিতীয়বার খালি হাতে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান। এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা মার্কাস স্টয়নিসও পারেননি সুযোগ কাজে লাগাতে।

সপ্তম উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৩০ রানের জুটি গড়েন জ্যাম্পা ও শন অ্যাবট। দলকে একশ পার করিয়ে ফেরেন ১৩ রান করা জ্যাম্পা। আর অ্যাবট খেলেন দলের সর্বোচ্চ ৩০ রানের ইনিংস। কনোলি আর ব্যাটিংয়ে নামতে না পারায় ৯ উইকেট পড়তেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

পরে ফিল্ডিংয়েও হতাশা ঝেড়ে ফেলতে পারেনি অস্ট্রেলিয়া। ছোট লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানের তিনটি ক্যাচ ছেড়ে দেয় তারা। সাইম আইয়ুব দুইবার ও আব্দুল্লাহ শাফিক একবার জীবন পেয়ে গড়েন ৮২ রানের উদ্‌বোধনী জুটি। ১৮তম ওভারে দুজনকেই ফেরান ল্যান্স মরিস। অস্ট্রেলিয়ার উদ্‌যাপনের উপলক্ষও ওখানেই শেষ। সাইম ৪টি চার ও ১টি ছক্কায় ৫২ বলে ৪২ এবং শাফিক ১টি করে চার-ছক্কায় ৫৩ বলে ৩৭ রান করেন।

পরে অবিচ্ছিন্ন জুটিতে ৫৩ বলে ৫৮ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন বাবর ও রিজওয়ান। বাবর ৩০ বলে ২৮ ও রিজওয়ান ২৭ বলে ৩০ রান করেন। নেতৃত্বের প্রথম অভিযানে সিরিজ জয়ের মুহূর্তটা ক্রিজে থেকে উপভোগ করতে পারা রিজওয়ানের জন্য নিশ্চিতভাবেই বিশাল এক প্রাপ্তি।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৩১.৫ ওভারে ১৪০ (শর্ট ২২, ফ্রেজার-ম্যাকগার্ক ৭, হার্ডি ১২, ইংলিস ৭, কনোলি ৭ আহত আউট, স্টয়নিস ৮, ম্যাক্সওয়েল ০, অ্যাবট ৩০, জ্যাম্পা ১৩, জনসন ১২*, মরিস ০; আফ্রিদি ৮.৫-১-৩২-৩, নাসিম ৯-০-৫৪-৩, হাসনাইন ৭-০-২৪-১, হারিস ৭-১-২৪-২)
পাকিস্তান: ২৬.৫ ওভারে ১৪৩/২ (সাইম ৪২, শাফিক ৩৭, বাবর ২৮*, রিজওয়ান ৩০*; জনসন ৮-০-২৮-০, স্টয়নিস ৩-১-১১-০, অ্যাবট ৬-০-৪৯-০, মরিস ৬-০-২৪-২, হার্ডি ২-০-১৯-০, জ্যাম্পা ১.৫-০-১০-০)

ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: হারিস রউফ
ম্যান অব দা সিরিজ: হারিস রউফ

Header Ad
Header Ad

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ঘোষণা ট্রাম্পের

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব প্রাপ্তির নিয়ম বাতিল করার পরিকল্পনা ঘোষণা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কাগজপত্রবিহীন অভিবাসী শিশুদের সহায়তায় ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

সংবাদমাধ্যম এনবিসির মিট দ্য প্রেস-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। নভেম্বরের নির্বাচনে জয় লাভের পর এটি ছিল কোনো সম্প্রচার চ্যানেলে তার প্রথম সাক্ষাৎকার।

ট্রাম্প জানান, আগামী বছরের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করার বিষয়ে পদক্ষেপ নেবেন। তিনি বলেন, “এই মানুষগুলো ভয়ানক যন্ত্রণা ভোগ করছে। আমরা প্রতিটি মামলাকে স্বতন্ত্রভাবে দেখব, তবে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

ট্রাম্প জানিয়েছেন, তিনি নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের প্রচলিত নিয়ম বাতিল করার পরিকল্পনা করছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী যে-কোনো শিশু, তার বাবা-মা অন্য দেশে জন্মগ্রহণ করলেও, স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পেয়ে থাকে।

ট্রাম্পের দাবি, জন্মসূত্রে নাগরিকত্বের নিয়মটি মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী থেকে এসেছে। সংশোধনীতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রত্যেকেই নাগরিকত্বের অধিকারী। তবে তিনি এই নিয়ম পরিবর্তনের জন্য নির্বাহী আদেশ জারির মাধ্যমে উদ্যোগ নেবেন।

ট্রাম্প আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অভিবাসন, জ্বালানি, এবং অর্থনীতি নিয়ে একাধিক নির্বাহী আদেশ জারি করবেন।

এই পরিকল্পনা এবং সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম বাতিল করা মার্কিন সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।

Header Ad
Header Ad

দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ‘দুদক তো ছিল, উচ্চ আদালতও ছিল... কোনো বিচার হয়েছে? বিচার কার হতো... বেগম খালেদা জিয়ার। তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছে... প্রক্রিয়াগত ভুলের জন্য... একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই... আত্মসাৎ করা মানে ভোগ করা। কেউ তা করেছিল? তিন কোটি টাকা ব্যাংকে ছিল ৬ কোটি টাকা হয়েছে। ওই টাকা কেউ স্পর্শ করে নাই, সেই জন্য এই দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে ১০ বছরের জেল দিয়ে দিয়েছে।’

আসিফ নজরুল বলেন, ‘এই দেশের দুদক আর বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) যার পুরো পরিবার ছিল চোর। সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি বেগম খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল।’

তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গায়, আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কে, রেহানার ক্যাশিয়ার কে, সালমান এফ রহমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। আপনার শুনতেন না এসব? এমন কেউ কি আছেন যে এগুলো শুনতেন না? আছেন?

বিচার না হওয়ায় দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে বলেও জানান এই উপদেষ্টা।

দুদকের কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, এরকম পরিস্থিতিতে আপনারা কাজ করতে পারেন নাই। এমন এক্সকিউজ দিতে পারেন। তার মধ্যেও কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন সেই পরিবেশ নাই। এখন কোনো উপদেষ্টার তরফ থেকে কেউ ফোন করেছে কোনদিন? কেউ আপনাদের কোনো রকম হস্তক্ষেপ করছে না। আপনারা প্রমাণ করেন যে, ভালো পরিবেশ পেলে আপনারা ভালো কাজ করতে পারেন।

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের অবশ্যই আমরা দোষ দেবো, সবাইকে দোষ দেবো। কিন্তু এই দোষ দিয়ে নিজের অন্যায় থেকে নিজে যেন পার পাওয়ার চেষ্টা না করি। নিজেকে জিজ্ঞেস করেন আমরা কী সৎ আছি।

Header Ad
Header Ad

বাগআঁচড়ায় দুই মাথা নিয়ে শিশুর জন্ম, কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু

ছবি : ঢাকাপ্রকাশ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় এক বিরল ঘটনার সাক্ষী হলো একটি বেসরকারি হাসপাতাল। রোববার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক শিশুর জন্ম হয়েছে। শিশুটির মা সুস্থ থাকলেও, শিশুটি জন্মের পর অসুস্থ অবস্থায় মারা যায়।

বাগআঁচড়া নার্সিং হোমে রাত সাড়ে ১১টায় ডাক্তার এবিএম আক্তার মারুফের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। নবজাতকের পিতা নূরুন নবী শার্শার কায়বা গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম রত্না খাতুন।

নবজাতকের পিতা জানান, আল্ট্রাসনোগ্রামে জমজ সন্তানের আশা করলেও অস্ত্রোপচারের পর দেখা যায় শিশুটি দুই মাথাওয়ালা। তবে তার শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল। শিশুটিকে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে ভর্তির মাত্র দুই ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।

বাগআঁচড়া নার্সিং হোমের আবাসিক মেডিকেল অফিসার ডা. বেলায়েত হোসেন জানান, শিশুটির এই অবস্থা ছিল "কনজয়েনড টুইন" নামক একটি বিরল জটিলতার কারণে। তিনি ব্যাখ্যা করেন, "গর্ভে ভ্রূণের আলাদা হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এমন ঘটনা ঘটে। অনেক সময় এসব শিশু জন্মের আগেই মারা যায় কিংবা জন্মের পর টিকতে পারে না।"

এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চিকিৎসকরা বলছেন, এমন ঘটনা খুবই বিরল এবং জটিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ঘোষণা ট্রাম্পের
দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আসিফ নজরুল
বাগআঁচড়ায় দুই মাথা নিয়ে শিশুর জন্ম, কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু
শারীরিক দুর্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সেরা ৭টি খাবার
বাংলাদেশ-পাকিস্তান সীমান্তজুড়ে ‘অ্যান্টি ড্রোন ইউনিট’ বসাচ্ছে ভারত
ছাত্র আন্দোলনে অপেশাদারিত্বের জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার
ই-মেইল বা রেজিস্টার্ড মোবাইল ছাড়াই ফেরত পেতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট
ইইউ’র ২৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক চলছে প্রধান উপদেষ্টার
বাংলাদেশ ও ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে
বাশারের ‘আয়নাঘর’ থেকে মুক্তি পেল ১ লাখ ৩৭ হাজার বন্দী
আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ বুধবার
আইরিশদের সামনে ১২৪ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ
ক্ষমতাচ্যুত হওয়ার পর রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিলেন বাশার আল-আসাদ
১৭ জানুয়ারি মেডিক্যালে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু মঙ্গলবার
অবৈধভাবে থাকা বিদেশিদের তালিকায় ভারতীয়দের আধিপত্য, বছরে পাচার বিপুল অর্থ
গণভবনের মতো আসাদের বিলাসবহুল বাসভবনেও জনতার লুটপাট
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
বিজয় দিবস উপলক্ষে ৮ দিন জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা
জুলাই-আগস্টের ঘটনায় অনেক বাদী মামলা বাণিজ্য করছেন: ডিএমপি কমিশনার
বিমান দুর্ঘটনায় নিহত হতে পারেন বাশার আল আসাদ?