বিগ ব্যাশে যাওয়া হচ্ছেনা লেগ স্পিনার রিশাদের
বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হাসান। ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসাবে বিগ ব্যাশে দল পেয়েছিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হাসান। বিগ ব্যাশের ১৪ তম আসরের প্লেয়ার্স ড্রাফটে 'ব্রোঞ্জ' বিভাগ থেকে তাকে দলে নেয় হোবার্ট হারিকেন্স। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।
অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়ে রোমাঞ্চিত ছিলেন রিশাদ। সুযোগ থাকলে খেলার জন্য মুখিয়েও ছিলেন তিনি। তবে সেই সুযোগ আর পাচ্ছেন না তরুণ এই লেগি।
এ বছরের ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাশ শেষ হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলও একই সময় অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে নভেম্বরেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা।
ফরচুন বরিশাল কয়েকটি ম্যাচে অংশগ্রহণের অনুমতি দিলে বিগ ব্যাশে খেলতে পারতেন রিশাদ। কিন্তু বিপিএলের এই ফ্রাঞ্চাইজি পুরো মৌসুমের জন্যই রিশাদকে দলে চায়। তাই বলা যায়, হোবার্ট হ্যারিকেনের হয়ে বিগ ব্যাশ খেলা হচ্ছে না রিশাদ হোসেনের।