বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | ৮ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা

ছবি: সংগৃহীত

বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। টুর্নামেন্টটিতে জার্মান এই ক্লাবটির কাছে টানা ৬ ম্যাচে হারের তিতো স্বাদ পেয়েছিল কাতালানরা। কিন্তু অবশেষ বায়ার্নের বিপক্ষে জয়েরে দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আর এই জয়ের অন্যতম নায়ক ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনিয়া।

চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে বুধবার (২৩ অক্টোবর) রাতে অলিম্পিক স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ৪-১ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া বার্সেলোনা। এ দিন রাফিনিয়ার হ্যাট্রিকের পাশাপাশি অন্য গোলটি করেন রবের্ট লেভানডোভস্কি। আর বায়ার্নের একমাত্র গোলটি আসে হ্যারি কেইনের পা থেকে।

ইউরোপ সেরার এ প্রতিযোগিতায় বায়ার্নের বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল বার্সেলোনা। তাদের সবশেষ জয়টি ছিল প্রায় সাড়ে ৯ বছর আগে; ২০১৫ সালের মে মাসে ক্যাম্প নুয়ে সেমিফাইনালের প্রথম লেগে নেইমারের একটি ও লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল কাতালানরা।

চ্যাম্পিয়ন্স লিগে সব মিলিয়ে বায়ার্নের সঙ্গে ১৪ বারের দেখায় বার্সেলোনার মাত্র তৃতীয় জয় এটি; এছাড়া একটি ম্যাচ ড্র এবং হেরেছে ১০টি।

ম্যাচের তখনও এক মিনিট পার হয়নি, এর আগেই গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনিয়া। মাঝমাঠ থেকে ফের্মিন লোপেসের বাড়ানো বল ধরে বায়ার্নের হাই লাইন ডিফেন্স ভেঙে এগিয়ে যান রাফিনিয়া। এরপর ম্যাচের ৫৭তম সেকেন্ডে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন তিনি। এরপর দশম মিনিটেই দারুণ এক হেডারে বায়ার্নকে সমতায় ফেরান হ্যারি কেইন। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। অবশ্য এর আট মিনিট পর আর কেইনকে থামাতে পারেননি রেফারি।

অষ্টাদশ মিনিটে বক্সের বাঁ পাশ থেকে সের্গে গেনাব্রির পাস ধরে চমৎকার ভলিতে দলকে সমতায় ফেরান ৩১ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকার। এই গোলে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে তিন ম্যাচে তার গোল হলো ৫টি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে বায়র্নের জার্সিতে ১১ ম্যাচে ১৪ গোল করলেন কেইন।

সমতায় ফিরে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে বার্সেলোনার ওপর চাপ বাড়ায় বায়ার্ন। তবে ম্যাচের ৩৬তম মিনিটে ফের রক্ষণের ভুলের খেসারত দিতে হয় তাদের।

লামিন ইয়ামালের ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন বায়ার্নের কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জায়ে। তার পেছনেই থাকা ফের্মিন বল ধরে বক্সে ঢুকে পড়লে এগিয়ে আসেন নয়ার। ফলে অন্যপ্রান্তে থাকা লেভানডোভস্কিকে পাস বাড়ান তিনি। আর এমন সুযোগ হাতছাড়া করেননি লেভা। এ সময় লাফিয়ে উঠলে কিমকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে ফের্মিনের বিরুদ্ধে, কিন্তু সেই অভিযোগ আমলে না নিয়ে গোলের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি।

ফলে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে তিন ম্যাচে ৩ গোল করলেন ৩৬ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোলসংখ্যা হলো ৯৭টি। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ১৫ করলেন তিনি।

পরে প্রথমার্ধের খেলা যখন শেষের দিকে, ঠিক সে সময়ে চকিতে গোল করে বসেন রাফিনিয়া। ডান পাশ থেকে মার্ক কাসাদোর লম্বা পাস ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে নিয়ন্ত্রণে নেন রাফিনিয়া। এরপর কিছুটা এগিয়ে গিয়ে ডি-বক্সের সামান্য বাইরে থেকে ডান পায়ের কোনাকুনি শট নেন তিনি। বায়ার্নের দুই ডিফেন্ডারের পায়ের মধ্যে দিয়ে তিনি এমনভাবে শটটি নেন যে, হতচকিত হয়ে ঝাঁপ দিয়েও তা আটকাতে ব্যর্থ হন নয়ার। ফলে বলের দখল ও আক্রমণের মতো পরিসংখ্যানে পিছিয়ে থেকেও ৩-১ গোলে এগিয়ে গিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও বার্সার ওপর চাপ অব্যাহত রাখে বায়ার্ন। তবে কোনোভাবেই ব্যবধান কমানোর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। এ ধারাবাহিকতার মাঝে দুর্দান্ত এক পাল্টা আক্রমণে উঠে নিজের হ্যাটট্রিক পূরণ করে বায়ার্নকে আরও হতাশায় ডোবান রাফিনিয়া।

ম্যাচের ৫৬তম মিনিটে নিজেদের বক্সের ভেতর থেকে বল কেড়ে নিয়ে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর মাঝমাঠের কিছুটা আগে এগোতে থাকা রাফিনিয়ার উদ্দেশে দারুণ একটি পাস উড়িয়ে দেন লামিন। অসাধারণ দক্ষতায় বুক দিয়ে বল রিসিভ করে একটু এগিয়ে গিয়েই বক্সের বাইরে থেকে একই কায়দায় দূরের পোস্টে কোনাকুনি শট নেন রাফিনিয়া, আর বল আরও একবার নয়ারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।

বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করা চতুর্থ ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনিয়া। তার আগে ব্লাউগ্রানা জার্সি গায়ে চেপে ইউরোপসেরার মঞ্চে হ্যাট্রিকের দেখা পেয়েছেন রিভালদো, রোনালদিনিয়ো ও নেইমার। ৪-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে মনোযোগী হয় বার্সা। এরইমাঝে মাঝমাঠ থেকে ফের্মিনকে তুলে ফ্রেঙ্কি ডি ইয়ংকে মাঠে নামান ফ্লিক। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্যে মাঝমাঠের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা, যার প্রভাব পড়ে মাঠের খেলায়ও।

প্রয়োজন মতো খেলার গতি কমিয়ে দিয়ে বায়ার্নের সুযোগ কমিয়ে দিয়ে এবং হঠাৎ আক্রমণে উঠে রক্ষণ কাঁপিয়ে বায়ার্নকে নিয়ে একপ্রকার ছেলেখেলা শুরু করে তারা। ম্যাচের ৭০ মিনিট পার হলে দুই উইং দিয়ে বার্সার রক্ষণ ভাঙার চেষ্টা শুরু করে বায়ার্ন, অন্যদিকে কিছুটা রক্ষণাত্মক খেলতে থাকে বার্সা। ফলে আক্রমণ শাণাতে থাকে সফরকারীরা। তবে বার্সার জমাট রক্ষণ ও ইনিয়াকি পেনিয়ার দক্ষতায় খুব বেশি বিপদ তৈরি করতে পারছিল না বাভারিয়ানরা।

এর মাঝে ৭৮তম মিনিটে পাল্টা আক্রমণে উঠে পঞ্চম গোল আদায়ের চেষ্টা করেন লামিন। তবে শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে তা প্রতিহত করেন বায়ার্ন ডিফেন্ডাররা। ৮০তম মিনিটে বার্সার আরও একটি দলীয় প্রচেষ্টা ব্যর্থ হয়। ৮৩তম মিনিটে লামিনের দূরের পোস্টে বাড়ানো ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হয়ে আরও একটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন লেভানডোভস্কি।

এরপর আরও কয়েকবার চেষ্টা করেও ব্যবধান বাড়াতে না পেরে অবশেষে ৪-১ গোলের জয়ে উল্লাসে মাতে ফ্লিকের শিষ্যরা। এই জয়ে তিন ম্যাচে দুটি জয় ও একটি হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২০তম স্থান থেকে এক লাফে ১০ নম্বরে উঠে এসেছে বার্সেলোনা।

দিনের অপর ম্যাচে স্পার্তা প্রাহাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা। এছাড়া লাইপসিগকে ১-০ গোলে হারিয়ে তিন ম্যাচের তিনটিই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে অ্যাস্টন ভিলার চেয়ে পিছিয়ে থেকে দুইয়ে রয়েছে লিভারপুল।

তবে, ঘরের মাঠে অঘটন ঘটিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শুরুতে হুলিয়ান আলভারেসের গোলে এগিয়ে গিয়েও লিলের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে দিয়েগো সিমিওনের দল। ফলে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২৭তম অবস্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে বায়ার্নের অবস্থান ২৩তম।

Header Ad

নিষিদ্ধ সংগঠনের সদস্যদের জন্য সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের চাকরিতে নিযুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি আরও জানান, যেসব সদস্যের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে, তাদেরও বাদ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উপদেষ্টা এ তথ্য জানান। তিনি লিখেছেন, "নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবেন না। যেসব নিয়োগ প্রক্রিয়াধীন আছে, সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। ভবিষ্যতের সার্কুলারগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।"

তিনি আরও বলেন, "এর ফলে আসন্ন সার্কুলারগুলোতে অধিকসংখ্যক প্রার্থীর জন্য চাকরির সুযোগ সৃষ্টি হবে। সরকার ঘুষ দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে দৃঢ়প্রতিজ্ঞ।"

চাকরিতে নিয়োগের জন্য ঘুষ দেওয়া ও নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।

প্রসঙ্গত, বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এর পরদিনই এই সিদ্ধান্তের কথা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

Header Ad

কুবিতে র‍্যাগিং ও মাদক বন্ধে ৪ নির্দেশনা প্রক্টরিয়াল বডির

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র‍্যাগিং ও মাদক বন্ধে সাধারণ শিক্ষার্থীদের প্রতি ৪ টি নির্দেশনা দিয়েছে প্রক্টরিয়াল বডির।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রক্টর এবং সহকারী প্রক্টরদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশসমূহ হলো–বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নতুন ও পুরনো কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেকোনো প্রকার হেনস্তা (র‍্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং) নিষিদ্ধ, পরিচয় পর্বের নামে ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাইরে জড়ো করে ম্যানার শেখানো সম্পূর্ণ নিষিদ্ধ, নবীন শিক্ষার্থী নিজেকে ভিক্টিম মনে করে এমন শারীরিক-মানসিক পীড়ন ও অশোভন আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাদক- ক্রয়, বিক্রয় ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়– কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে উর্পযুক্ত অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে।

এছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে নবীন শিক্ষার্থীকে প্রক্টরিয়াল বডির সাথে যোগাযোগ করার নির্দেশ দেন তাঁরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিচয় পর্বের নামে আতংকের পরিবেশ যেন সৃষ্টি না হয় সেজন্যই এই চারটি নির্দেশনা দেওয়া হয়েছে। সিনিয়র শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে জুনিয়র শিক্ষার্থীদের সাথে পরিচয় হতে পারে কিন্তু এটি যেন আতংকের পরিবেশ সৃষ্টি না করে। এছাড়া আমরা মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।

Header Ad

সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন ছিল ঘুষ লেনদেনের ‘হাট-বাজার’। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পিয়ন থেকে শিক্ষক পর্যন্ত নিয়োগ ও প্রকল্পের ঘুষের টাকা লেনদেন হতো ওই ভবনে বসেই। তার স্ত্রী ও ভাগিনাসহ নিকট আত্মীয়রা ছিল দুর্নীতির মাধ্যম। গত বছরের ডিসেম্বরে বাধ্য হয়ে ঘুষের টাকা ফেরতও দিতে হয়েছিল জাকির সিন্ডিকেটকে।

কুড়িগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলেন সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন।

অবৈধ সম্পদের বিষয়ে জানা যায়, নামে-বেনামে তার ঢাকায় একাধিক বাড়ি, রংপুরে বাড়ি, কুড়িগ্রাম জেলা শহরে বহুতল বাড়ি, রৌমারীতে দুটি বাড়ি এবং রাজিবপুর উপজেলায়ও রয়েছে একটি বাড়ি। চারটি মার্কেট, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে ৫টি স্থানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন। মিল, চাতাল, খামারবাড়ি-সবই আছে তার। যার মূল্য কয়েকশ কোটি টাকা।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ও তার আশীর্বাদপুষ্টরা অনেক ভূমি ও সম্পদ দখলের ঘটনায় জড়িয়েছেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ সংগঠনের সদস্যদের জন্য সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা
কুবিতে র‍্যাগিং ও মাদক বন্ধে ৪ নির্দেশনা প্রক্টরিয়াল বডির
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার
শেখ হাসিনার ‘সঠিক অবস্থান’ জানাল ভারতীয় গণমাধ্যম
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৩ জনের অব্যাহতি
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান পুতিনের
সিন্ডিকেট ভাঙতে কৃষিবাজার চালুর উদ্যোগ: উপদেষ্টা আসিফ মাহমুদ
‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি মারা গেছেন
পাচারকৃত টাকা ফেরাতে সহায়তা করবে বিশ্বব্যাংক-আইএমএফ
বিসিএস পরীক্ষা দেওয়া যাবে সর্বোচ্চ ৩ বার
ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন
রিমান্ড শেষে কারাগারে সালমান-কাফী-জ্যোতি
ছাত্রলীগের বিবৃতি প্রচার নিষিদ্ধ
পরীমনির জন্মদিন আজ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল গ্রেপ্তার
ঘূর্ণিঝড় দানার তাণ্ডব, ভেঙে গেলো ইনানী জেটি
নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে যে বিবৃতি দিল ছাত্রলীগ
রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে বড় রদবদল