দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন কিউই ব্যাটার
নিউজিল্যান্ডের ক্রিকেটার চ্যাড বোস। ছবি: সংগৃহীত
ক্রিকেট ইতিহাসের লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন চ্যাড বোস। নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে বুধবার ক্যান্টারবুরির হয়ে এই কীর্তি গড়েন এই ব্যাটার।
মঙ্গলবার (২২ অক্টোবর) ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের ঘরোয়া একদিনের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে বোয়েস ওটাগোর বিপক্ষে কেন্টারবুরির হয়ে এই বিধ্বংসী ব্যাটিংটা করেছেন। তার আগের কীর্তিটা ছিল অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে ১১৪ বলে তিনি ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন।
হেগলি ওভালে বিধ্বংসী ব্যাটিংয়ের সময় ৩২ বছর বয়সী বোয়েসকে অনেক চাপ সামলাতে হয়েছে। পিঠের ব্যথা ও পানি শূন্যতার জন্য নিয়মিতভাবে সেবা নিতে হয়েছে তাকে।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর বোস বলেন, 'ব্যাপারটা হজম হতে দু-একদিন লাগবে হয়ত। তবে অবশ্যই আজকে হ্যাগলিতে দিনটি ছিল দুর্দান্ত এবং বিশেষ খিচু করার ভালো উপলক্ষ্য। এই ধরনের কিছু সাধারণত সহজাতভাবেই হয়ে যায়। পরিকল্পনা করে বা চেষ্টা করে এসব হয় না। আমি খুশি যে দিনটি আমার ছিল।'
'শুরুটা খুব ভালো করতে পেরেছিলাম। এরপর স্রেফ একই ছন্দে ছুটে গেছি। যেহেতু এটা কাজে লাগছিল, তাই লাগাম দেওয়ার চেষ্টা করিনি, শুধু চেয়েছি আরও দ্রুততায় ছুটে যেতে।'-যোগ করেন।
ওটাগোর বিপক্ষে তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৯ উইকেটে ৩৪৩ রানে থেমেছে ক্যান্টারবুরি। শেষ পর্যন্ত ১১০ বলে আউট হওয়ার আগে ২০৫ রান করেছেন। তাতে ছিল ৭টি ছয় ও ২৭টি চারের মার। জবাবে ওটাগো ১০৩ রানে অলআউট হয়েছে। ২৪০ রানের এই হারটা আবার নিউজিল্যান্ডের ঘরোয়া সাদা বলের ক্রিকেটে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের নজির!
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া বোয়েস প্রোটিয়াদের হয়ে অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়কত্বও করেছেন। তবে কিউইদের হয়ে এরই মধ্যে ৬ ওয়ানডে খেলেছেন। টি-টোয়েন্টি খেলেছেন ১১টি। এখন ঝড়ো ইনিংসে নতুন করে দলে ডাক পাওয়ার জন্য দরজায় কড়া নাড়ছেন। কিউইদের হয়ে তার সর্বশেষ ম্যাচটি ছিল গত বছরের সেপ্টেম্বর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে।