বিপিএলে নেই বেক্সিমকো-বসুন্ধরা-জেমকন গ্রুপ
গত বছর মুবিজবর্ষে বিপিএলের আসরের কোনো ফ্রাঞ্চাইজি ছিল না। পৃষ্ঠপোষক ব্যবস্থা করে আসরের আয়োজন করেছিল বিসিবি। এবার আবার তারা ফ্রাঞ্চাইজিতে ফিরে যাচ্ছে। ছয় দলের বিপিএলের আগামী আসরের জন্য আগ্রহ প্রকাশ করেছে ৮ ফ্রাঞ্চাইজি।
সোমবার (৬ ডিসেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাকে আজ জানানো হলো, এবারের আসরে ৮টি ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে। এখন আমরা তাদের সম্পর্কে জানব। এখনো ফাইনাল হয়নি।’
রবিবার (৫ ডিসেম্বর) ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ৮টি দল আগ্রহী হলেও বিসিবি আসর সাজাবে ৬টি দল নিয়েই। তবে কোন কোন দল আগ্রহ প্রকাশ করেছে তা জানানো হয়নি।
বিসিবি সভাপতি না নাম জানালেও একটি সূত্রে জানা গেছে, বিপিএলের নিয়মিত ফ্রাঞ্চাইজি বেক্সিমকে গ্রুপ এবার থাকছে না। নেই বসুন্ধরা গ্রুপও। বেক্সিমকো ছিল ঢাকা ডায়নামাইটসের এবং বসুন্ধরা রংপুর রাইডার্সের ফ্রাঞ্চাইজি। খুলনা টাইটান্সের ফ্রাঞ্চাইজি জেমকন গ্রুপও এবার অনাগ্রহ দেখিয়েছে। এবার যারা মালিকানা পাবেন তারা এক বছরের জন্য। কিন্তু পুরানো যারা সরে গেছেন তারা এক বছরের জন্য করতে আগ্রহী নয়।
এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আসলে বেক্সিমকো থাকবে, কী থাকবে না, এটা আমি এখনো জানি না। বসুন্ধরাও আগ্রহী কী না জানি না। তবে অনেকেরই আগ্রহ আছে। আসলে হয় কী ছোট সংস্করণ তো, এক বছর করে অনেকেই আগ্রহী হয় না। অনেকেই দীর্ঘ সময়ের জন্য আগ্রহী। তাহলে ওরা একটা প্ল্যান করে নামতে পারে।’
আগের ফাঞ্চাইজিদের মাঝে নাফিসা কামালের কুমিল্লা লিজেন্ডেসই আছে। নতুন যারা আগ্রহী প্রকাশ করেছেন তাদের মাঝে আছে মিনিস্টার গ্রুপ, আকতার গ্রুপ, ফরচুন গ্রুপ রয়েছে।
বিপিএলের প্রায় প্রতি আসরেই দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কথা ওঠে। ড্রাফটে তফাৎ থাকে অনেক বেশি। এ বিষয়টি বিসিবির সভাপতির নজরে আনলে তিনি বলেন, ‘প্রথমে যখন আমি বিপিএল নিয়ে কথা বলি, তখনই আমি প্রশ্নটা তুলেছিলাম, যে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আমাদের খেলোয়াড়দের বিশেষ করে ড্রাফটে যারা আছেন তাদের পার্থক্যটা খুব বেশি না হয়। আমাদের খেলোয়াড়রা যেন তাদের প্রাপ্যটাই পায়।’
বিপিএল শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
এমপি/এসএন