মেসির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়লো মায়ামি
ছবি: সংগৃহীত
মেজর লিগ সকারে কিছুতেই চেনা ছন্দ খুঁজে পাচ্ছে না ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি। শুরুর বেশকটি ম্যাচে তারকা ফুটবলার লিওনেল মেসিকে পায়নি দলটি। আর্জেন্টাইন এই কিংবদন্তি ফিরলেও জয়ের দেখা পাচ্ছে না মায়ামি। মেজর লিগ সকারে শুরুতে পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে তারা ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল মেসির গোলে।
আজ ফ্লোরিডার ফোর্ট লডারডেলে শার্লটের বিপক্ষে পিছিয়ে পড়েও ১-১ ড্রয়ে মাঠ ছেড়েছেন মেসিরা। এই ড্রয়ের পরেও মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার শীর্ষে আছে মায়ামি। ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা কলম্বাসের চেয়ে তারা ৯ পয়েন্ট এগিয়ে। সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট তালিকায়ও শীর্ষে আছে মায়ামি। আগামী বৃহস্পতিবার কলম্বাসের সঙ্গে অন্তত ড্র করলেই সাপোর্টার্স শিল্ডের শিরোপাও জিতবেন মেসিরা।
ঘরের মাঠে খেলা, তবু শুরু থেকে তেমন ছন্দ ছিল মায়ামির খেলায়। প্রথমার্ধে তেমন কোনো আক্রমণ শানাতে পারেনি তারা। এরপর দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় শার্লট। ৫৭তম মিনিটে গোল হজম করার পর কিছুটা জেগে ওঠে মায়ামি। পরের মিনিটেই মেসির দুর্দান্ত হেড ঠেকিয়ে দেন শার্লট গোলকিপার।
প্রথম সুযোগ কাজে লাগাতে না পারলেও দ্বিতীয়বারের প্রচেষ্টায় ঠিকই গোলের দেখা পান মেসি। ৬৭তম মিনিটে বক্সের বাইরে থেকে মেসির বাঁ পায়ের জোরালো শট আর ঠেকাতে পারেননি শার্লট গোলরক্ষক। এবারের মেজর লিগে এটা মেসির ১৫তম গোল। ওই গোলেই শেষ রক্ষা হয় মায়ামির। ৭৬তম মিনিটে পেনাল্টি উপহার পেয়েছিল তারা। কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত বাতিল করেন রেফারি। এরপর লুইস সুয়ারেজ একটি সহজ সুযোগ নষ্ট করায় আর জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা।