ক্রিকেটারদের বোনাসের অংশ যাচ্ছে দেশের বন্যা দুর্গতদের সহায়তায়
ছবি: সংগৃহীত
এবার পাকিস্তান সফরে অভাবনীয় সাফল্যের পুরস্কার হিসেবে বোনাস হাতে পেল বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে সব মিলিয়ে তিন কোটি টাকারও বেশি পেয়েছে টিম টাইগার্স। সেখান থেকে একটা অংশ যাচ্ছে বন্যা দুর্গতদের সহায়তায়।
আজ শনিবার বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
তিনি বলেন, ‘খেলোয়াড়দের উৎসাহ যোগানোর একটা অংশ বোনাস। ক্রীড়া উপদেষ্টা এখানে এসেছেন। খেলোয়াড়রা যেন উজ্জীবিত হয়ে পরের সিরিজটা খেলতে পারে। সেজন্য আমাদের একত্রিত হওয়া। পাকিস্তানে দুটি টেস্ট ম্যাচ জিতেছে। তারপর সিরিজ জয় আছে। আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে। যার একটা অংশ যাবে বন্যা দুর্গতদের জন্য প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে।’
বাংলাদেশ দলের পারফরম্যান্সের পাশাপাশি পেসারদের দেখে মুগ্ধতা প্রকাশ করেন ফারুক আহমেদ, ‘একটা দুইটা জেতার চেয়ে পারফরাম্যান্স এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া যেনো মাঝেমধ্যেই টেস্টে জিতি আমরা, এ লক্ষ্যেই কাজ করছি। ওয়ানডে দলটা যেমন করছে টেস্টে আমাদের লক্ষ সেদিকে যাওয়া। ‘সবচেয়ে চোখে পড়েছে পেস বোলিংয়ে উন্নতি। এমন পেস বোলিং আমার জীবনে দেখিনি। তাদের উচ্চতা অনেক ভালো কুইক বোলিংয়ের জন্য।’