কথা রাখলেন মিরাজ, সিরিজ সেরার অর্থ দিলেন সেই রিকশাচালকের পরিবারকে
ছবি: সংগৃহীত
পাকিস্তান সিরিজে অনবদ্য ছিলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে সমান ভূমিকা রেখে হয়েছেন ‘ম্যান অব দ্য সিরিজ’। নাম লিখিয়েছেন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনার্সবোর্ডে গর্বিত সেঞ্চুরিয়ানদের তালিকায়। দেশের বাইরে যা মিরাজের ক্যারিয়ারে প্রথম সিরিজ সেরা হওয়ার অর্জন।
এই অর্জনের জন্য প্রাপ্ত অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো একজন রিকশাচালকের পরিবারকে দেবেন বলে সেদিনই ঘোষণা দেন মিরাজ। অবশেষে সেই রিকশাচালকের পরিবারের সঙ্গে দেখা করে অর্থ উপহার দিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার।
পাকিস্তান সিরিজ থেকে ফিরে মিরাজ জানিয়েছিলেন, দ্রুতই পরিবারটির সঙ্গে দেখা করবেন। এর জন্য এক ভাইকে দিয়ে সেই পরিবারের খোঁজ নিচ্ছিলেন তিনি। অবশেষে খোঁজ পেয়ে সেই পরিবারের কাছে ছুটে গেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
সেই রিকশাচালকের পরিবারের সঙ্গে দেখা করার একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন মিরাজের স্ত্রী। যেখানে দেখা যায় নিহিত রিকশাচালকের স্ত্রী ও সন্তানদের সঙ্গে এক ফ্রেমে মিরাজ। রিকশাচালকের এক সন্তান মিরাজের এক সন্তান মিরাজের কোলে। বাকি দুজনের হাতে দুটি কাগজের খাম। যেখানেই ছিল মিরাজের সিরাজসেরার পুরস্কার।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। দলের অন্যতম সেরা অলরাউন্ডার অবদান রাখলেন ব্যাট-বল দুটিতেই। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দুই ইনিংসে পাঁচ উইকেট নেন। ব্যাট হাতে এক ইনিংস খেলার সুযোগ পেয়ে করেন ৭৭ রান। দ্বিতীয় টেস্টে আরও আগ্রাসী এই তারকা। প্রথমে ফাইফার, পরে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস। সবমিলিয়ে সিরিজে ১০ উইকেট ও ১৫৫ রান করেন তিনি।