রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লেখালেন মিরাজ
ছবি: সংগৃহীত
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তানকে একদিনেই ২৭৪ রানে অলরাউট করার পাশাপাশি ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই দিন শেষ করেছে শান্ত-মিরাজরা। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে ২৬৪ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে ৫ উইকেট অর্জনের মাইলফলক ছোঁয়ার পর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম লিখেছেন মেহেদি হাসান মিরাজ।
এর আগে, দ্বিতীয় দিনের শুরুর দিকে উইকেট হারালেও প্রথম সেশনটা নিজেদের নামেই করে নিয়েছিল স্বাগতিক পাকিস্তান। সায়েম আইয়ুব এবং শান মাসুদের ১০৭ রানের দারুণ জুটির কল্যাণে বড় ইনিংসের স্বপ্ন দেখছিল তারা। তবে দ্বিতীয় সেশনের শুরু থেকেই ম্যাচের নিগড় নিজেদের দিকে টানতে থাকে বাংলাদেশ।
যার শুরুটা হয়েছিল মেহেদী হাসান মিরাজের জোড়া উইকেট দিয়ে। যেখানে সাজঘরে ফেরেন দুই সেট ব্যাটার শান এবং সায়েম। এরপর দলীয় ১৫১ থেকে দলীয় ২১১ রানের মধ্যে পাকিস্তানের সবচেয়ে ভরসাযোগ্য তিন ব্যাটার সৌদ শাকিল, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারালে চাপে পড়ে পাকিস্তান। তবে সালমান আঘার ৫৪ রানে উপর ভিত্তি করে ২৭৪ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ, নিয়েছেন ৫ উইকেট। এছাড়াও পেসার তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দেখেশুনেই খেলেছেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান। সাদমান ৬ রানে এবং জাকির অপরাজিত আছেন ০ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৮৫.১ ওভারে ২৭৪ (শাফিক ০, সাইম ৫৮, মাসুদ ৫৭, বাবর ৩১, শাকিল ১৬, রিজওয়ান ২৯, সালমান ৫৪, খুররাম ১২, আলি ২, আবরার ৯, হামজা ০*; তাসকিন ১৭-২-৫৭-৩, হাসান ১৪-১-৬০-০, নাহিদ ১৫-১-৫৮-১, মিরাজ ২২.১-২-৬১-৫, সাকিব ১৭-৩-৩৪-১)।
বাংলাদেশ ১ম ইনিংস: ২ ওভারে ১০/০।