বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রধান নির্বাচিত জয় শাহ
(আইসিসি) পরবর্তী প্রধান নির্বাচিত হয়েছেন ভারতের জয় শাহ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী প্রধান নির্বাচিত হয়েছেন ভারতের জয় শাহ। ২০১৯ সাল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিবের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
আগামী ১ ডিসেম্বর নিজের নতুন দায়িত্ব বুঝে নেবেন জয় শাহ।
বর্তমান প্রধান গ্রেগ বার্কলে কিছুদিন আগেই জানিয়েছেন, তিন তৃতীয় দফা এই পদে থাকতে আগ্রহী নন। এরপরই সম্ভাব্য প্রধান হিসেবে নাম চাওয়া হয়। কিন্তু জয় শাহ ছাড়া আর কারও নাম উত্থাপন করা হয়নি।
আইসিসির প্রধান নির্বাচিত হয়ে বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর অঙ্গীকার করেছেন। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে সে কাজের প্রথম পদক্ষেপ বলে মনে করেন তিনি।
আইসিসির বিবৃতিতে জয় শাহ বলেছেন, ‘আইসিসির প্রধান নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। আইসিসি ও এর সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে ক্রিকেটের বিশ্বায়ন করতে চাই। আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছি, যেখানে একাধিক ফরম্যাটকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রযুক্তির প্রচার এবং নতুন বিশ্ব বাজারে আমাদের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো পরিচিত করে দিতে হবে। আমাদের লক্ষ্য হলো ক্রিকেটকে মানুষের আরও কাছে নেওয়া এবং আগের চেয়েও জনপ্রিয় করা।’