১০১ টাকা দেনমোহরে বিয়ে করলেন লেগ স্পিনার রিশাদ
লেগ স্পিনার রিশাদ। ছবি: সংগৃহীত
রিশাদ হোসেন। ক্রিকেটের বিশ্ব মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যে দুটি ম্যাচ জিতেছে, তার দুটিতেই অবদান রয়েছে তার। আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় পার করা রিশাদ এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন।
তিনি বিয়ে করেছেন। তবে এক বছর আগে সিদরাতুল মুনতাহার সঙ্গে বাগদান হয় তার। নতুন খবর হলো, জাতীয় ক্রিকেট দলের এই লেগ স্পিনার তার স্ত্রীকে ঘরে তুলেছেন বৃহস্পতিবার (১১ জুলাই)। বিয়ের কাবিননামায় ১০১ টাকা দেনমোহর ধার্য হয়।
নিজের ভেরিফাইড একাউন্ট ফেসবুকে ‘গট ম্যারিড’ পোস্ট করে রিশাদ লিখেছেন, বেশ রোমাঞ্চের সঙ্গে আনন্দের সংবাদ জানাচ্ছি যে, আমি যুগলবন্দি জীবন শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ হোক ভালোবাসা, আনন্দ ও সীমাহীন আশীর্বাদে ভরপুর।
রিশাদের ঘনিষ্টসূত্রে জানা গেছে, রিশাদের স্ত্রীর নাম সিদরাতুল মুনতাহা। তিনি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের মেয়ে। তবে ব্যক্তিগত কারণে স্ত্রীর ছবি কিংবা কোনো তথ্য সামনে আনেননি রিশাদ।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা ব্যর্থ হলেও দল পেয়ে দুর্দান্ত এক লেগ স্পিনার। বিশ্বকাপের প্রথম জয়ের অন্যতম নায়ক ছিল রিশাদ হোসেন। সেই সঙ্গে ম্যাচসেরা হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক ম্যাচটাও রাঙিয়ে ছিলেন রিশাদ হোসেন। বিশ্বকাপের নবম আসরে সবমিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করেছেন রিশাদ। যেখানে এই স্পিন অলরাউন্ডার ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।