বিশ্বকাপে ব্যর্থতা: নির্বাচক ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করল পিসিবি
য়াহাব রিয়াজ এবং আবদুল রাজ্জাক। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে দল পুনর্গঠন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথম পদক্ষেপ হিসেবে নির্বাচক কমিটিতে হাত দিয়েছে মহসিন নকভীর নেতৃত্বাধীন বোর্ড। কোচ-অধিনায়কসহ পাকিস্তানের সাত সদস্যের নির্বাচক কমিটি থেকে পদ হারিয়েছেন ওয়াহাব রিয়াজ এবং আবদুল রাজ্জাক।
বুধবার (১০ জুলাই) এক বিবৃতির মধ্য দিয়ে পিসিবি এটি নিশ্চিত করেছে।
পিসিবি বুধবার ছোট্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘জাতীয় নির্বাচক কমিটিতে রাজ্জাক ও ওয়াহাবের সার্ভিস আর প্রয়োজন নেই।’ নির্বাচক কমিটি নিয়ে পরবর্তী পদক্ষেপ সময়মতো জানানো হবে বলেও উল্লেখ করা হয় সেখানে। এই সপ্তাহের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচক কমিটির দুই সদস্যের বরখাস্তের বিষয়টি জানানো হবে।
PCB statement
— PCB Media (TheRealPCBMedia) July 10, 2024
Details here https://t.co/OJ3i7aRyeQ
পিসিবির ঘনিষ্ঠ সূত্র পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের কাছে দাবি করেছেন, ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে ভরসা করতে পারছে না দেশের ক্রিকেট বোর্ড। এই কারণেই দুইজনকে সরিয়ে দেয়া হয়েছে। তবে আসাদ শফিক, বিলাল আসিফ এবং মোহাম্মদ ইউসুফ নির্বাচক হিসেবে এখনও দায়িত্বে বহাল আছেন বলে জানা গিয়েছে।
ক্রিকবাজকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাক বরখাস্ত করার আগে বোর্ড কোচ ও ম্যানেজারের সঙ্গে কথা বলেছে। বিশ্বকাপ চলাকালীন সময়ে পিসিবির সাবেক প্রধান রমিজ রাজা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে নিয়ে সমালোচনা করেছিলেন। অবসর ভেঙে ফেরা এই দুই ক্রিকেটারকে কেন দলে নেয়া হয়েছে এমন প্রশ্ন তুলেছিলেন তিনি। এছাড়াও বিশ্বকাপের দল নিয়ে সাবেক ক্রিকেটাররাও অনেক সমালোচনা করেছেন।