রোহিত-কোহলির পর এবার অবসরের ঘোষণা জাদেজার
রবীন্দ্র জাদেজা। ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের বিশ্বকাপ জয় দারুণ এক পূর্ণতা এনে দিয়েছে দলটির ক্রিকেটারদের। বিশ্বকাপ জয়ের পরপরই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এবার তাদের পথ ধরে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
রবিবার (৩০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অবসর নেওয়ার বিষয়টি জানান তিনি।
অবসর ঘোষণা করে জাদেজা লিখেন, ‘এক হৃদয় কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করছি। আমি আমার দেশের জন্য সর্বদা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অন্য ফরম্যাটে সেই চেষ্টা অব্যাহত রাখবো। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন ছিল, সেটা সত্যি হয়েছে। যা আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন। আপনারা আমাকে যে স্মৃতির পাতা উপহার দিয়েছেন, যেভাবে উৎসাহ দিয়েছেন এবং আকুণ্ঠ সমর্থন দিয়েছেন- সেটার জন্য ধন্যবাদ।’
ভারতের হয়ে ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাদেজা। এর মধ্যে ৪১ ইনিংসে ব্যাট করে ১২৭.১৬ স্ট্রাইক রেটে ৫১৫ রান করেছেন তিনি। শিকার করেছেন ৫৪টি উইকেট।
তাই বলা যায়, গম্ভীর কোচ হলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিতে পারেন রোহিত, কোহলি ও জাদেজা। সেই তালিকায় যোগ হতে পারেন আরেক সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ শামিও।