আমরা আমাদের ১২০ শতাংশ দিয়েছি: জয়ের পর শান্ত
বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে সহজ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমেছিল টাইগার বাহিনী। কিন্তু সহজ ম্যাচটিকে বাংলাদেশ জিতেছে কঠিন করে। এমনকি ম্যাচের শেষ ভাগে এসে হারের শঙ্কায়ও পড়েছিল তারা। তবে শেষ পর্যন্ত জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে পেরেছে টাইগাররা। লঙ্কানদের ১২৪ রানে আটকে দিয়ে বাংলাদেশ জয় পেয়েছে ২ উইকেটে।
ম্যাচ পরবর্তী বক্তব্যে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দাবি করেন, ক্রিকেটাররা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছেন। ম্যাচ জয়ের জন্য নিজেদের সামর্থ্যের পুরোটাই ঢেলে দিয়েছেন তারা। মাঠে প্রত্যেকের খেলার ধরন দুর্দান্ত ছিল। আমরা আমাদের ১২০ শতাংশ দিয়েছি। গত ১০-১৫ দিন আমরা পরিকল্পনা করছি এবং ফিল্ডাররা তাদের কাজ করছে।
ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলেছিলেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেট জুটিতে দু’জনে মিলে জমা করেন ৬৩ রান। ওখানেই জয়ের সুবাস পায় বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত বহু নাটকীয়তা পেরিয়ে জয় পেতে হয়েছে বাংলাদেশকে। এমন জয়ের পর তাই লিটন ও হৃদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি শান্ত।
এই দুই ক্রিকেটারকে নিয়ে শান্ত ম্যাচ শেষে বলেন, লিটনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস ছিল, সে গত কিছুদিন যাবত সংগ্রাম করছিল। কিন্তু সে আজ তার দক্ষতা দেখিয়েছে। হৃদয় দারুণ ব্যাট করেছে। সে সত্যিই খুব সাহসী ছিল। সে যেভাবে খেলেছে তা সত্যিই আমাদের সাহায্য করেছে।
বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৮ জুন। যেখানে বাংলাদেশ দলের প্রতিপক্ষ এই গ্রুপের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। যারা লংকানদের প্রথম ম্যাচে গুড়িয়ে দিয়েছিল মাত্র ৭৭ রানে। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ দুই ম্যাচ আগামী ১৩ ও ১৭ জুন। নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।