টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, লিটনকে বাদ
ছবি: সংগৃহীত
ক্রিকেট যতই অনিশ্চয়তার খেলা হোক, টি-টোয়েন্টিতে অনিশ্চয়তা আরও বেশিই বটে। তবু যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের হার এ দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে বড় ধাক্কাই বটে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন টি-টোয়েন্টির সিরিজটা মূলত প্রস্তুতির উদ্দেশ্যেই খেলছে বাংলাদেশ, কিন্তু সেখানে প্রথম ম্যাচে হেরে বিপাকে পড়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা।
সিরিজ আর মান বাঁচানোর লড়াইয়ে আজ হিউস্টনের প্রেইরি ভিউতেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। এরই মধ্যে টস হয়ে গেছে, আগের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ আজ নেমেছে উল্টো কৌশলে।
টস জিতে আজ যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। একাদশে একটা বড় বদল আছে, যা বিশ্বকাপে বাংলাদেশের কৌশলেই একটা বড় বদলের ইঙ্গিত হয়ে থাকতে পারে - লিটন দাসকে আজ একাদশে রাখেনি বাংলাদেশ। ওপেনার হিসেবে সৌম্যর সঙ্গে থাকছেন তানজিদ হাসান তামিম।
এর পাশাপাশি বাংলাদেশ বাদ দিয়েছে স্পিনার শেখ মেহেদিকেও। তাঁর বদলে নেওয়া হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে।
স্পিনারের বদলে একজন বাড়তি পেসার নিয়ে নেমেছে যুক্তরাষ্ট্রও - নোশটুস কেনজিগের বদলে একাদশে নিয়েছে শ্যাডলি ফন শকউইককে।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।