শূন্য রানে আউট হয়েও বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ছবি: সংগৃহীত
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-২০তে পাকিস্তানকে ১৯৪ রানের লক্ষ্য দেয় আয়ারল্যান্ড। যেখানে চারটি বল খেলেও কোনো রান করতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাক কাপ্তান শূন্য রানে আউট হলেও তার দল ৭ উইকেটে জিতেছে। এতে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা।
আর এই জয়ের মধ্যে দিয়েই নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন বাবর আজম। আয়ারল্যান্ডের বিপক্ষে এটি পাকিস্তান অধিনায়কের ৪৫তম জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত ম্যাচ জয়ের রেকর্ড নেই আর কোনো অধিনায়কের। এদিন তিনি পেছনে ফেলেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে।
৫৬ ম্যাচে ৪৪ জয়ের রেকর্ড মাসাবার। আর ৭৮ ম্যাচে অধিনায়কত্ব করে ৪৫ ম্যাচে জয় পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। এই তালিকার তৃতীয়স্থানে রয়েছে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগার। ৭২ ম্যাচে ইংলিশ অধিনায়ক জয় পান ৪২টিতে।
তার সমান ৪২ টি-টোয়েন্টিতে জয় পেতে আফগানিস্তানের আসগর আফগান অধিনায়কত্ব করেন ৫২ ম্যাচে। ৭২ ম্যাচে অধিনায়কত্ব করে ৪১টিতে জিতেছেন ভারতের মহেন্দ্র সিংহ ধোনি। আর ভারতের বর্তমান অধিনায়ক শর্মার জয় রয়েছেন ৪১টিতে। তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৫৪ ম্যাচে। আর অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৭৬ ম্যাচের মধ্যে জিতেছেন ৪০টিতে।
হার দিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়ালো তারা। দ্বিতীয় টি-টোয়েন্টি আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৩ রান করে আইরিশরা। উইকেটকিপার লোরকান টাকার ৩৪ বলে করেন ৫১ রান। শাহিন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট।
জবাবে ১৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। চার বলে শূন্য রানে আউট বাবর। তবে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ১৪০ রানের জুটিতে ম্যাচে ফেলে পাকিস্তান। জামান ৭৮ রান রানে আউট হলেও ৭৫ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। শেষ দিকে ১০ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আজম খান।