চোখের চিকিৎসা করাতে লন্ডন যাচ্ছেন সাকিব
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
আঙুলের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। এরপর নির্বাচনী ব্যস্ততা শেষে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফেরার কথা ছিল টাইগার অধিনায়কের। তবে তার মাঠে ফেরা আরও দীর্ঘ হতে যাচ্ছে। চোখের চিকিৎসা করাতে আজ (রোববার) রাতে লন্ডন যাচ্ছন সাকিব।
বাংরাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক সদস্য এই খবর জানিয়েছেন। চোখের সমস্যা নিয়ে সম্প্রতি ঢাকাতেও চিকিৎসা করিয়েছেন অলরাউন্ডার সাকিব।
রবিবার (১৪ জানুয়ারি) তার চোখে একটি রুটিন পরীক্ষা করানো হয় বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, আসলে একটা রুটিন পরীক্ষা করা হয়েছে। যেহেতু বিপিএল সামনে, অনেক দিন সে ব্যস্ত থাকবে। তার আগে সতর্কতামূলক একটা পরীক্ষা করানো হয়।
চোখের সমস্যাটা বিস্তারিত নয় বললেও তিনি জানিয়েছেন, এই সমস্যা মাঠের খেলায় কোন সমস্যা নেই।
এর আগে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পুরোটা সময়েই চোখের রেটিনার সমস্যায় ভুগেছিলেন তিনি। যার কারণে সমস্যা হয়েছিল শট খেলতে গিয়ে, ‘বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি।’
সাকিব নিজের সমস্যা নিয়ে বলেছিলেন, ‘যখন আমি সেখানে (ভারতে) ডাক্তারের কাছে যাই, তখনও আমার কর্ণিয়া বা রেটিনায় পানি জমে ছিল। তারা আমাকে ড্রপ্স দিয়েছিল আর এও বলা হয়েছিল মানসিক চাপ কমাতে। আমি জানিনা এটাই সমস্যার (চোখের দৃষ্টি কমে আসা) কারণ কিনা। কিন্তু যখন আমি আবার আমেরিকায় (বিশ্বকাপের পর) পরীক্ষা করাই, আমার কোনো চাপ ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম, বিশ্বকাপ নেই। তাই চাপও নেই।'
উল্লেখ্য, এবারের বিপিএলে রংপুর রাইডার্সের মাঠ মাতাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।