আর্জেন্টিনার কোচ হয়েই থাকছেন স্কালোনি
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত
কাতার বিশকাপে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা। যে দলটাকে নিজের মতো করে সাজিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে ব্রাজিলের বিপক্ষে মারকানায় ম্যাচ শেষে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন তিনি। এতে আলোচনার ঝড় ওঠে ফুটবল বিশ্বে। আর্জেন্টাইন কিছু সংবাদমাধ্যম দাবি করে, এএফএর সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে বনিবনা না হওয়ায় মেসিদের দায়িত্বে আর থাকতে রাজি নন স্কালোনি।
তবে ২০২৩ সালের শেষ দিন আর্জেন্টিনা সমর্থকদের জন্য স্বস্তি নিয়ে আসে। খবর আসে যে ২০২৪ কোপা আমেরিকায়ও আর্জেন্টিনার ডাগআউটে দেখা যাবে ৪৫ বছর বয়সী স্কালোনিকে। আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
আর্জেন্টিনার জনপ্রিয় স্পোর্টস সাংবাদিক গাস্তন এদুলের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্কালোনির অধীনেই যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা মিশনে নামবে আর্জেন্টিনা। এ টুর্নামেন্ট ঘিরে এরই মধ্যে কোচিং স্টাফের সদস্যরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে গেছেন। তারা আটালান্টা, নিউজার্সি, মায়ামি ও টেক্সাসে আর্জেন্টিনার অনুশীলনের জন্য জায়গা খুঁজছেন।
এর আগে স্কালোনি দায়িত্ব ছাড়বেন, এমন গুঞ্জন ওঠার পর শোনা গিয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে পেতে উঠেপড়ে লেগেছে। তখন পর্যন্ত শোনা গিয়েছিল, মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি ২০২৪ এর জুলাইয়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন। কিন্তু ২০২৬ সাল পর্যন্ত আনচেলত্তির চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে মাদ্রিদ। ফলে আনচেলত্তিকে আর পাওয়া হচ্ছে না ব্রাজিলের। এর মধ্যেই এল স্কালোনির আর্জেন্টিনার কোচ হিসেবে রয়ে যাওয়ার খবর।
কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে মার্চে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচ দুটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ থাকবে কারা, সেটি অবশ্য এখনো ঠিক হয়নি। মুন্দো আলবিসেলেস্তে জানাচ্ছে, ইউরোপ অথবা এশিয়ার কোনো প্রতিপক্ষ দেখা যেতে পারে।