আইপিএলে থাকছে না চীনা পণ্যের বিজ্ঞাপন
ছবি: সংগৃহীত
আগামী বছরের মার্চের শেষের দিকে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ক্রিকেট ফ্রাঞ্চাইজ লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আসন্ন আইপিএলের এবারের আসরের জন্য টাইটেল স্পন্সর খুঁজছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে চীনের প্রতিষ্ঠানের থেকে বিজ্ঞাপন না দেওয়ার ইঙ্গিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। কারণ হিসেবে উল্লেখ করেছে, ভারতের সঙ্গে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই তাদের থেকে বিজ্ঞাপন নিতে চায় না তারা। আইপিএলের টাইটেল স্পন্সরের বিড শুরু হবে বছরে ৩৬০ কোটি রুপি থেকে।
আইপিএলের গত দুই আসরের টাইটেল স্পন্সর ছিল টাটা গ্রুপ। এর আগে চীনের মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো আইপিএলের টাইটেল স্পন্সর ছিল। কিন্তু ভারত-চীন সম্পর্কে টানাপোড়েনের কারণে প্রতিষ্ঠানটি চুক্তির মেয়াদ সম্পন্ন না করে সরে যায়।
আইপিএলের টাইটেল স্পন্সর চেয়ে টেন্ডার আহ্বান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে উল্লেখ করেছে যে, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয় এমন দেশের কর্পোরেট প্রতিষ্ঠান কিংবা তেমন কোন কর্পোরেট প্রতিষ্ঠানের অংশীদারিত্ব আছে এমন প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিতে পারবে না।
চীনের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে বিসিসিআই না যেতেই পারে। কিন্তু ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন- এডিডাস, পুমা, নাইকির মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও নেবে না বলে জানিয়েছে বিসিসিআই। এছাড়া অ্যালকোহল, তামাকজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ফ্যান্টাসি গেমিং প্রতিষ্ঠান বা বেটিংয়ের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নেবে না বিসিসিআই।
বিসিসিআই ২০২৮ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর খুঁজছে। নিলামে অংশ নিতে আগামী ৮ জানুয়ারির মধ্যে দরপত্র আহ্বান করতে হবে। আগামী ১৩-১৪ জানুয়ারির দিকে আইপিএলের টাইটেল স্পন্সরের জন্য নিলাম হতে পারে। ক্রিকবাজ জানিয়েছে, এখন পর্যন্ত খুব বেশি প্রতিষ্ঠান দরপত্র আহ্বান করেনি। তবে বিসিসিআই খুব বেশি প্রতিষ্ঠানের নিলামে অংশগ্রহণ চায় না, তারা সুখ্যাতি আছে এমন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চায়।