বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে যা বললেন ক্রিকেটাররা
বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবস আজ (১৬ ডিসেম্বর)। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ড রয়েছে তার জানান দেওয়ার দিন।
বাঙালি জাতির গৌরবময় এই দিনটিকে রাষ্ট্র, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নানাভাবে উদযাপন করছে। এ তালিকায় বাদ যাননি দেশের ক্রিকেটাঙ্গনের তারকারাও। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল থেকে শুরু করে মেহেদী মিরাজরাও বিজয় দিবস উদযাপন করছেন। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিজয়ের শুভেচ্ছাও জানিয়েছেন তারা।
বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (১৭ ডিসেম্বর) থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে টাইগাররা। শনিবার (১৬ ডিসেম্বর) অনুশীলনের আগে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় দিবস উদযাপন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা।
মুশফিকুর রহিম লিখেছেন, ‘মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যারা পরাধীনতার আধার ঘুচিয়ে এনেছিলো বিজয়ের আলো। সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’
আফিফ হোসেন ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিজয় দিবস আমাদের জন্য এক গৌরবময় দিন। সকলকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।’
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে টাইগারদের সাবেক অধিনায়ক তামিম লিখেছেন, ‘মহান বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘পরাধীনতার গ্লানি দূর করে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয়নে ভূমিকা রাখা জাতির সূর্যসন্তানদের বিজয় দিবসে জানাই সশ্রদ্ধ সম্মান। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
আরেক টাইগার ব্যাটার লিটন কুমার দাস ফেসবুকে লিখেছেন, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এরপর বাংলাদেশের পতাকার দুইটি ইমোজি ব্যবহার করেছেন তিনি।