ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি: সংগৃহীত
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মাল্টিকালচারাল কাপে ভারতকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালের লড়াইয়ে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে ইশরাক আহমেদের দল। এর আগে নেপাল ও পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইমরুল কায়েসরা।
রবিবার (১০ ডিসেম্বর) ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
টি-টেনের আঙ্গিকে পরিচালিত হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে শুরুতে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭৩ রান সংগ্রহ করে ভারত। ৭৪ রান তাড়া করতে নেমে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৪ রান খরচা করে ৩ উইকেট নিয়ে ফাইনালসেরা হন তাহমিদ আলম।
এছাড়া আসর জুড়ে ব্যাট হাতে দারুন পারফরম্যান্স করেন ইমরুল কায়েস। ফলে টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও উঠে তার হাতে।
মাল্টিকালচারাল টুর্নামেন্টের এবারের আসরে ৮ টি দল অংশগ্রহণ করেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, লেবানন এবং আয়োজক দেশ হিসেবে অংশ নেয় অস্ট্রেলিয়া।