১৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
ছবি:সংগৃহীত
ঘরের মাঠে মিরপুরে সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন মুশফিকুর রহিম। যিনি আবার আউট হয়েছেন বল হাত দিয়ে থামিয়ে। এদিকে নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন স্যান্টনার ও ফিলিপস।
দুই স্পেলে করা প্রথম পাঁচ ওভারে কোনো রান দেননি টিম সাউদি। তৃতীয় স্পেলে বোলিংয়ে ফিরে দুই বলের মধ্যেই তিনি নিলেন বাংলাদেশের শেষ উইকেট। নিউ জিল্যান্ড অধিনায়কের বোলিং বিশ্লেষণ ৫.২-৫-০-১!
সাউদির অফ স্টাম্পের বাইরের বল দূর থেকে খোঁচা মারেন শরিফুল ইসলাম। কিছুটা নিচু হয়ে বল গ্লাভসবন্দি করেন টম ব্লান্ডেল। বল সরাসরি তার গ্লাভসে গিয়েছে কিনা, রিপ্লে দেখে তা নিশ্চিত হয়ে শরিফুলকে আউট দেন থার্ড আম্পায়ার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬৬.২ ওভারে স্রেফ ১৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। স্বাগতিকদের ইনিংসকে ভাগ করা যায় তিন ভাগে। পঞ্চাশের আগে ড্রেসিং রুমে ফেরেন প্রথম চার ব্যাটসম্যান।
এরপর ৫৭ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন। সর্বোচ্চ ৩৫ রান করে অবস্ট্রাক্টিং দা ফিল্ড হন মুশফিক। এই জুটি ভাঙাসহ ৬৮ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
মুশফিক ছাড়া ত্রিশ ছুঁতে পেরেছেন শুধু শাহাদাত। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, শরিফুল ইসলামদের ছোট ছোট ইনিংসে কোনোমতে দেড়শ পেরোয় বাংলাদেশ।
তিনটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ১৭২ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, এজাজ ১৭-৬-৫৪-২, স্যান্টনার ২৮-৭-৬৫-৩, ফিলিপস ১২-১-৩১-৩)