‘স্বপ্নে দেখেছি শামি ৭ উইকেট পাবে’ লেখা পোস্ট নিয়ে হইচই
ফাইল ছবি
গত বুধবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত চলমান ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এ ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দেয় ভারত। জবাবে ৩২৭ রান করেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। সাত শ’র বেশি রান হওয়া এই ম্যাচে শেষ পর্যন্ত বোলার হিসেবে ম্যান অব দ্য ম্যাচ হন মোহম্মদ শামি। ৭ উইকেটই শুধু নয়, রান-বন্যার ওই ম্যাচটিতে ৯ ওভার ৫ বল করে মাত্র ৫৮ রান করে নিউজিল্যান্ডকে একাই থামিয়ে দিয়েছিলেন তিনি।
তবে খেলা শেষ হওয়ার পর আলোচনা শুরু হয়েছে ডন মাতেও নামে এক অ্যাক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীকে নিয়ে। কারণ ভারত-নিউজিল্যান্ড ম্যাচের একদিন আগেই গত মঙ্গলবার (১৪ নভেম্বর) তিনি টুইট করেছিলেন, ‘স্বপ্নে দেখেছি সেমি ফাইনালে ৭ উইকেট পেয়েছেন শামি।’
ডন মাতেওর সেই পোস্ট এখন ভাইরাল হয়ে গেছে। অ্যাক্স ঘেঁটে দেখা গেছে, আজ বৃহস্পতিবার পর্যন্ত পোস্টটিতে প্রায় ২০ লাখ মানুষ চোখ রেখেছেন। প্রায় ৫০ হাজার রিয়েকশন ছাড়াও পোস্টটি শেয়ার হয়েছে ১৭ হাজার বার।
Saw a dream where Shami took 7 wickets in the semi final ☠️
— Don Mateo (@DonMateo_X14) November 14, 2023
পোস্টটির কমেন্ট বক্সেও হামলে পড়েছেন অ্যাক্স ব্যবহারকারীরা। তাঁদের বেশির ভাগই এমন নিখুঁত ভবিষ্যদ্বাণীর জন্য বিস্ময় প্রকাশ করছেন। অনেকে ডন মাতেওর আসল পরিচয় জানতে চাইছেন। আবার কেউ কেউ নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে স্বপ্ন দেখার আবেদন জানাচ্ছেন ডনের কাছে। এমনকি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন—সেই বিষয়েও জানতে চেয়েছেন একজন।
এদিকে পোস্টটির ধারাবাহিকতায় পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও একটি পোস্ট করেছেন ডন মাতেও। সেই পোস্টে তিনি লিখেছেন—‘স্বপ্নটি সত্যি হয়ে যাওয়ায় আমি নিজেই হতবাক হয়ে গেছি।’