টেস্ট দলের নেতৃত্বে কোহলিকে চান শাস্ত্রী
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর স্বেচ্ছায় টেস্ট দলের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট কোহলি। তবে কোহলির আরও দুই বছর টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন ভারতীয় দলের সাবেক রবি শাস্ত্রী।
এ বিষয়ে শাস্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার মতে বিরাটের আরও দুই বছর টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। আগামী দুই বছর ভারতীয় দলের ঘরের মাঠে টেস্ট খেলার কথা। ঘরের মাঠে আমাদের কতটা শক্তিশালী সেটা সবাই জানে। বিরাট অধিনায়ক থাকলে ওর পরিসংখ্যান আরও বেড়ে যেত। সেটা অনেকে হয়তো মেনে নিতে পারত না!’
তিনি আরো বলেন, ‘লাল বলের ক্রিকেটে বিরাটের আরও দুই বছর অধিনায়ক থাকা উচিত ছিল। তবে সরে যাওয়া ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের সেটার সম্মান জানানো উচিত। তবে এটাও ঠিক ওর অধিনায়কত্বে আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছি। হার শুধু নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায়। তাই নেতা বিরাট এবং ওর সাফল্যের হার নিয়ে এত দ্রুত প্রশ্ন তোলা উচিত নয়।’
এ সময় প্রিয় কোহলির সাফল্যের কথা মনে করিয়ে দেন এই সাবেক কোচ। তিনি বলেন, ‘ওর নেতৃত্বেই গত পাচ-ছয় বছর আমরা দেশে-বিদেশে দাপট দেখিয়েছি। সাত থেকে শীর্ষে গিয়েছি। এর আগে ভারতের অন্য কোনও অধিনায়ক এমন সাফল্য পেয়েছে? আমার মতে বিরাট টেস্ট ক্রিকেটের নিরিখে ভারতের সর্ব কালের সেরা অধিনায়ক। তাই এমন অধিনায়ক চূড়ান্ত অবস্থা থেকে স্বেচ্ছায় সরে গিয়ে ভালোই করেছে। এতে ওকে ব্যাটার হিসেবে ফের দেখতে পাওয়া যাবে।’
উল্লেখ্য, ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি। এর মধ্যে ৪০টি ম্যাচে জয় পেয়েছেন তিনি। যেটা ভারতের অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ জয়। শতকরা হিসেবে দাঁড়ায় ৫৮.৮২।
এসআইএইচ/