বিশ্রামে শান্তি খুঁজছে বাংলাদেশ দল
ছবি : সংগৃহীত
দিল্লিতে বাংলাদেশ দলেরও কেউ বের হননি কাল হোটেল থেকে। অবশ্য তাদের কাজও তো তেমন কিছু নেই! শ্রীলঙ্কার বিপক্ষে তাদের পরের ম্যাচ সেই সোমবার। তাই হয়তো অযথা মাঠে না গিয়ে হোটেলের মধ্যেই শান্তি খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিবরা।
কলকাতা থেকে আসার পর সেই যে সবাই দিল্লির লা মেরিডিয়েনের রুমের চাবি বুঝে নিয়েছেন, গতকাল দুপুর পর্যন্ত আর সেখান থেকে বের হননি। দু’দিনের ছুটি জারি করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশ্বকাপে আসার পর থেকেই অবশ্য তাঁর এই বিশ্রাম আর ছুটির রুটিন শুরু। এ সময় ক্রিকেটাররা বাইরে না বেরোলেও দলের সঙ্গে প্রত্যেক কোচিং স্টাফই অবশ্য সঙ্গে আনা পরিবার নিয়ে এদিক-ওদিক ঘুরতে বেরোচ্ছেন।
ব্যতিক্রম কেবল ক্রিকেটাররা; কেননা বাইরে বেরোলেই স্বদেশি চ্যানেলগুলোর প্রায় এক ডজন ক্যামেরা ফলো করবে তাদের। আর পারফরম্যান্সের যে অবস্থা, তাতে ক্যামেরার সামনে দিয়ে শহর ঘোরার পর্যটন মানসিকতা থেকে বের হয়েছেন ক্রিকেটাররা। গতকালও যেমন মেরিডিয়েনের নিচতলার অভ্যর্থনা কক্ষে বসেছিলেন অনেক সাংবাদিক। কিন্তু পুনেতে যেমন লিটন দাসের কাণ্ড হয়েছিল, এদিন আর তেমন কিছু মেলেনি।