আবুধাবি টি-টেনের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স
আবুধাবি টি-টেন লিগের ফাইনালে দিল্লি বুলসকে হারিয়ে শিরোপা জিতেছে ডেকান গ্ল্যাডিয়েটর্স। টম কোহলার ক্যাডমোর আর আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটে ৫৬ রানে জিতল দলটি।
গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে এবারের আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ডোয়াইন ব্রাভো। তবে তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়।
কারণ দিল্লির বোলারদের ওপর চড়াও হন ডেকানের দুই ওপেনার টম কোহলার-ক্যাডমোর ও আন্দ্রে রাসেল। মাত্র ৩২ বলে ৯টি চার ও ৭টি ছক্কায় ৯০ রানে অপরাজিত থাকেন রাসেল। অন্যদিকে ঝড় তোলেন কোহলার-ক্যাডমোরও। ২৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন
তিনি। এর ফলে নির্ধারিত ১০ ওভার শেষে ১৫৯ রানের বিশাল টার্গেট দাঁড় করায় ডেকান।
তবে সেই টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি বুলস। চন্দরপল হেমরাজ ছাড়া কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ২০ বলে করেন ৪২ রান। এর ফলে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান করতে সক্ষম হয় দিল্লি। শেষ দিকে ইয়ন মরগ্যান ১৩ রান ও আদিল রশিদ ১৫ রানে অপরাজিত থাকলেও হার এড়াতে পারেনি বুলস। ফলে ৫৬ রানে জয় পেয়ে যায় ডেকান গ্ল্যাডিয়েটর্স।
এসআইএইচ/