ঢাকা টেস্ট
লাঞ্চের পরও খেলা শুরু করা সম্ভব হয়নি
বৃষ্টির কারণে খেলা বন্ধ
ক্রিকেটের আজন্ম শত্রু বৃষ্টি। সেই বৃষ্টির সঙ্গে লড়াই করে কখনও জয়ী হতে পারেনি ক্রিকেট। বৃষ্টি কমলে তবেই খেলা মাঠে গড়ায়। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে অসময়ে বাংলার প্রকৃতিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি জীবন যাত্রায় তেমন কোনো প্রভাব ফেলতে না পারলেও বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টে বেশ ভালোই প্রভাব ফেলেছে। প্রথম দিন আড়াই ঘণ্টার মতো সময় কেড়ে নেওয়ায় আম্পায়াররা তা পুষিয়ে নিতে দ্বিতীয় দিন থেকে আধ ঘণ্টা আগে খেলা শুরু করতে চেয়েছিলেন। কিন্তু তাও সম্ভব হয়নি। সেই বৃষ্টি দ্বিতীয় দিনেরও সময় কেড়ে নিয়েছে।
বৃষ্টি কমে যাওয়ার পর ১০ টা ২০ মিনিটের দিকে পিচ কভার তুলে নেওয়া হয়। ১০টা ৪০ মিনিটে আম্পায়াররা মাঠ পরির্দশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ঠিক সে সময়ই আবার বৃষ্টি শুরু হলে আম্পায়াররা আর পরিদর্শনে যাননি। ১১টা ৩ মিনিটে বৃষ্টি বন্ধ হলে আম্পায়াররা ১১টা ২০ মিনিটে আবার পরিদর্শনের সময় ঠিক করেন। কিন্তু তার আগে আবার বৃষ্টি শুরু হলে আম্পায়াররা পরিদর্শনে না এসে আগে-ভাগেই লাঞ্চ (১১টা ৩০ থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত) বিরতি দিয়ে দেন বেলা সাড়ে এগারটায়। উদ্দেশ্য এই সময় আর বৃষ্টি না হলে লাঞ্চের পরপরই খেলা শুরু করে দেওয়া। কিন্তু বিধি বাম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলই। যে কারণে লাঞ্চের পরও খেলা শুরু করা সম্ভব হয়নি। যেভাবে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে তাতে করে আজ কখন খেলা শুরু করা যাবে তা সঠিক করে যেমন বলা সম্ভব নয়, তেমনি আদৌ খেলা হয় কি না তা নিয়েও যথেষ্ট শঙ্কা আছে।
প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫৭ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল। বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামবেন। বাংলাদেশর হয়ে দুটি উইকেটই নিয়েছিলেন তাইজুল।
এমপি/টিটি