বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মাহমুদুল্লাহ নেই এশিয়া কাপের দলে, নতুন মুখ তানজিদ তামিম

নতুন মুখ তানজিদ তামিম, নেই মাহমুদুল্লাহ । ছবি : সংগৃহীত

নানান নাটকীয়তা শেষে গতকাল সাকিব আল হাসানকে এশিয়া ও বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। আজকে ঘোষণা হলো এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল। দল থেকে বাদ পড়েছে মাহমুদউল্লাহ। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২২ বছর বয়সি ওপেনার তানজীদ হাসান তামিম।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় তার সঙ্গে ছিলেন আরও দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক।

দলে নতুন ‍মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত খেলায় প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটির পুরস্কার পেলেন তানজিদ। বাংলাদেশের মধ্যে তানজিদের রানই ছিল সর্বোচ্চ।

এ ছাড়াও দলে ফিরেছেন শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ। সবশেষ গত বছর এশিয়া কাপেই খেলেছিলেন মেহেদি। 

আলোচনায় থাকলেও দলে জায়গা হয়নি ৩৭ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারের। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও রনি তালুকদার।

৩১ আগষ্ট ক্যান্ডিতে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলংকার বিপক্ষে। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ৩ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে বাংলাদেশ খেলবে পাকিস্তানের লাহোরে। উভয় গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে সেরা দুই দল নিয়ে হবে শিরোপা নির্ধারণী লড়াই।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তানজীদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম ও নাসুম আহমেদ।

 

 

 

 

Header Ad
Header Ad

মিঠাপুকুরে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ছবিঃ ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে ডিজেল, পেট্রোল ও অকটেন মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ জানান, মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিঠাপুকুরের গড়ের মাথায় হাসনা পাম্প ফিলিং স্টেশনে ২০ হাজার, মোসলেম বাজার এলাকার রওশন ফিলিং স্টেশনে ৫০ হাজার ও শুকরারহাট এলাকার মন্ডল ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রত্যেকটি পাম্পে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাম্প মালিককে এই জরিমানা করা হয়েছে।

Header Ad
Header Ad

হার নিয়েই নতুন অধ্যায় শুরু বাংলাদেশের নারী ফুটবলে

ছবিঃ সংগৃহীত

বৃটিশ কোচ বাটলারকাণ্ডে বিদ্রোহ করা প্রথম সারির খেলোয়াড় ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ ১-৩ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ আজই প্রথম আনুষ্ঠানিক ম্যাচ খেলেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন পিচ-এ অনুষ্ঠিত ম্যাচে আফঈদা খাতুনের দল ১৬ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের কাছে হারে শুরু হলো সফর।

এই ম্যাচে সাবিনা-সানজিদারা না থাকলেও ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা আরব আমিরাতের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়ে খেলতে থাকে বাংলাদেশ। তবে উচ্চতা আর ফিটনেসে পিছিয়ে থাকায় ডি-বক্সের সামনে বেগ পেতে হয়। ১৮ মিনিটে এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ।

তবে, ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। যদিও ৩৪ মিনিটে পেনাল্টি থেকে ১ গোল শোধ করেন অধিনায়ক আফঈদা। দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে নিজের জোড় গোল পূরণের পাশাপাশি লিড ৩-১ করেন জর্জিয়া।

এরপর আরও সুযোগ তৈরি করেছিল পিটার বাটলারের বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু গোলের দেখা পায়নি। হালিমার মিসের পর রিপার শট ক্রসবারের উপর দিয়ে গেলে হতাশ হতে হয় সফরকারীদের। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। হার নিয়ে মাঠ ছাড়ে নতুন ও কম পরিচিত লাল-সবুজের প্রতিনিধি দল। 

 

Header Ad
Header Ad

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

ছবিঃ সংগৃহীত

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সাথে বাংলাদেশের সীমান্তঘেঁষা উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্য আসামে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এ কম্পণের মাত্রা ছিল ৫।

বুধবার দিবাগত রাত ২ টা ২৫ মিনিটে এ ভূমিকম্প হয় বলে এক বার্তায় জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। বার্তায় বলা হয়েছে, আসামের মরিগাঁও জেলায় ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

ভৌগলিক কারণে আসাম ভূমিকম্পপ্রবণ এলাকা। ভারতের এই উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যটিকে ‘সিসিমিক জোন ফাইভ’-এর অন্তর্ভুক্ত করেছে, এর অর্থ উচ্চঝুঁকিপূর্ণ এলাকা।

আগের দিন মঙ্গলবার সকাল ৬ টা ১০ মিনিটে বঙ্গোপসাগরের তলদেশে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূকম্পের কম্পণ অনুভূত হয়েছিল পশ্চিম বঙ্গ ও বাংলাদেশেও।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মিঠাপুকুরে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
হার নিয়েই নতুন অধ্যায় শুরু বাংলাদেশের নারী ফুটবলে
৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
মধুর ক্যান্টিনে হামলায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীরা
হাঁসের মাংস ও রুটি খেয়ে ১২ জন অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
ক্যাম্প শুরুর আগেই বাদ ৮ ফুটবলার, ১৮ মার্চ ঢাকায় যোগ দেবেন হামজা
শিবিরের গুপ্ত রাজনীতির কারণে অসংখ্য শিক্ষার্থী নির্যাতিত হয়েছে: ছাত্রদল সভাপতি
ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক হাসপাতালে
নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে আছে যারা
নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের
প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব নয়: গভর্নর ড. আহসান এইচ মনসুর