মঙ্গলবার দেশে ফিরছে বাংলাদেশ দল
আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তিনে থেকে খেলার যোগ্যতা অর্জন করে ইংল্যান্ড থেকে মঙ্গলবার (১৬ মে) বিকাল ৫টায় দেশে ফিরবে বাংলাদেশ দল।
এই সিরিজ খেলার জন্য বাংলাদেশ দল কয়েকভাবে ৩০ এপ্রিল দিবাগত রাত থেকে ইংল্যান্ড যাত্রা শুরু করেছিল।
আইইসিসি ওয়ানেড সুপার লিগের এই সিরিজ খেলতে যাওয়ার আগেই বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু আয়ারল্যান্ডের সামনে সুযোগ ছিল খেলার। তার জন্য প্রয়োজন ছিল ৩-০ ব্যবধানে সিরিজ জেতা। কিন্তু বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলে তাদের সে সুযোগ হাতছাড়া হয়।
বাংলাদেশ আগে ব্যাট করে ৪৫ ওভারে ৯ উইকেটে ২৪৬ রান করে। জবাব দিতে নেমে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৩ উইকেটে ৬৫ রান করার পর কেলা পরিত্যক্ত হয়ে যায়। ফলাফলের জন্য উভয় দলকে কমপক্ষে ২০ ওভার করে খেলতে হয়। কিন্তু আয়ারল্যান্ডের ইনিংসে ২০ ওভার না হওয়াতে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।
এই সিরিজ বাংলাদেশ খেলতে গিয়ে গিয়েছিল পয়েন্ট টেবিলের ছয়ে থেকে। ৩ ম্যাচের সিরিজ থেকে ২৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নিজেদের অবস্থানকে তিনে নিয়ে এসেছে।
প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গেলেও বাকি ২ ম্যাচে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টানটান উত্তেজানার পর জিতে দ্বিতীয় ম্যাচ ৩ উইকেটে ও শেষ ম্যাচ ৫ রানে জিতেছিল বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড আগে ব্যাট করে ৪৫ ওভারে ৬ উইকেটে ৩১৯ রান করেছিল। বাংলাদেশ সেই রান অতিক্রম করে নাজমুল হোসেনশান্তর ১১,৭ তাওহিদ হৃদয়ের ৬৮ ও মশমফিকৃর রহিমের অপরাজিত ৩৬ রানে ভর করে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ১ বল বাকি থাকতে ২৭৪ রানে অলআউট হয়। এক পর্যায়ে নিশ্চিত হারা ম্যাচ বাংলাদেশ মোস্তাফিজের স্মরণীয় প্রত্যাবর্তনে ম্যাচ জিতে ৫ রানে।
প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্ত ও দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমান ম্যাচ সেরা হন। ১৯৬ রান ও ১ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
এমপি/এমএমএ/