শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের
সামনের মাসে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। এশিয়া কাপ ও বিশ্বকাপে চোখ রেখে এই সিরিজ শুরু করবে আফগানরা। তাই লঙ্কানদের বিপক্ষে ১৫ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
দলে নতুন মুখ ২১ বছর বয়সী পেসার আব্দুল রহমান। আইপিএলে ব্যস্ত রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, নুর আহমেদ এবং ফজলহক ফারুকী স্বাভাবিকভাবেই আছেন শ্রীলঙ্কা সফরে। নেতৃত্বে হাসমতউল্লাহ শহিদী।
জুনের প্রথম সপ্তাহে শুরু হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২ জুন। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ৪ ও ৭ জুন। সিরিজের প্রতিটি ম্যাচ হবে হাম্বানটোটায়।
ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। আইসিসি ইভেন্টে অংশ নিতে জিম্বাবুয়েতে বাছাই টুর্নামেন্ট খেলতে হবে শ্রীলঙ্কাকে।
আফগানিস্তান দল: হাসমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রিয়াল হাসান, নাজিবুল্লাহ জারদান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, আব্দুল রহমান, ফজলহক ফারুকী, ফরিদ আহমেদ মালিক। রিজার্ভ: গুলবাদিন নায়েব, শহিদউল্লাহ কামাল, ইয়ামিন আহমেদজাই, জিয়া উর রহমান আকবর।
এমএমএ/