বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বাংলাদেশকে ২৭৪ রানে থামিয়ে দিল আয়ারল্যান্ড

মেঘে-বৃষ্টির খেলা নেই। চেমসফোর্ডে দৃষ্টিনন্দন চমৎকার আবহাওয়া। মনোরম পরিবেশ পেয়ে প্রবাসী বাংলাদেশিরা বিপুল উৎসাহ নিয়ে মাঠে উপস্থিত হন। যদিও তারা সিরিরে শুরু থেকেই বৃষ্টি উপেক্ষা করে মাঠে হাজির হয়েছেন। কিন্তু আজকের আবহাওয়া তাদের জন্য নির্বিঘ্নে ম্যাচ উপভোগ করার বাড়তি রসদ ছিল।

তাদের সেই রসদে বাংলাদেশের ব্যাটসম‌্যানরা কিন্তু খুব বেশি যোগান দিতে পারেননি। টস হেরে ব‌্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে ২৭৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

আয়ারল‌্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের যাচাই-বাছই করা হবে না বলে কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেও শেষ ম‌্যাচে একাদশে তিন পরিবর্তন ছিল তাই আভাস। বিপিএলে দারুণ খেলা রনি তালুকদার ঘরের মাঠে আয়ারল‌্যান্ডের বিপক্ষে ওয়ানেড সিরিজে দলের সঙ্গে থেকে কোনও ম‌্যাচ খেলার সুযোগ পাননি। সেই অপেক্ষার প্রহর কেটেছিল চেমসফোর্ডে শেষ ম‌্যাচে।

উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনে তামিমে ইকবালের সঙ্গি করে পাঠানো হয় রনিকে। কিন্তু শুরুটা তার বিবর্ন হয়ে উঠে। এভাবে হয়ে উঠার কারণ রনি নিজেই। কারণ শুরু থেকেই রানের জন‌্য ছটফট করছিলেন। ১২ বলে কোন রান নিতে পারেননি। অবশেষে মার্ক অ‌্যাডায়ারের বলে কাভার দিয়ে চার মেরে খাতা খুলার পর পরের বলেই উইকেট দিয়ে আসেন। অফ স্ট‌্যাম্পের অনেক বাইরে বল ব‌্যাট চালাতে গিয়ে উইকেটের পেছনে লরকান টাকারের হাতে সহজে ধরা পড়ে বিদায় নেন।

শুরুকে রনির বিদায়ের ধাক্কা গলার কাঁটা হয়ে উঠতে দেননি আগের ম‌্যাচেই ক‌্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত। ক্রিজে এসেই হাত খুলে খেলতে থাকেন। রান সংগ্রহ পেছনে ফেলে দেন অধিনায়ক তামিম ইকবালকে। শান্তর ব‌্যাটিংয়ে ছিল অশান্ত হয়ে উঠার ইংগিত। কিন্তু খুব বেশি দূর যেতে পারেননি।

তারপরও যতক্ষণ ক্রিজে ছিলেন বেধড়ক পিটিয়েছেন আইরিশ বোলারদের। জুটিতে যে ৪৯ রান আসে তার ৩৫ রানই ছিল তার। ৭ চারে বল খেলেন ৩২টি। তার কারণেই প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের রান আসে ১ উইকেটে ৬২। পাওয়ার প্লের পর প্রথম ওভারেই শান্তর অশান্ত হয়ে উঠা থামিয়ে দেন দলে ফেরা ক্রেইগ ইয়াং। দ্বিতীয় স্লিপে তার ক‌্যাচ ধরেন বালিবার্নি

লিটন দাসএই ম‌্যাচে চারে নামেন। এটি ছিল তার ওয়ানডে ক‌্যারিয়ারে দ্বিতীয়া চারে নামা। এর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চারে নেমে করেছিলেন ২২ বলে ১৭ রান। বাংলাদেশের অন‌্যতম সেরা এই ব‌্যাটসম‌্যান চারে নেমেও নিজেকে প্রমাণ করেন।
সিরিজের প্রথম দুই ম‌্যাচে রান না পাওয়া লিটন দাস চারে নেমেও ছিলেন আক্রমণাত্বক। তামিমের সঙ্গে তার সেতু বন্ধনে রান আসে ১৩.৪ ওভার ৭০। এবারও জুটি ভাঙে লিটন আউট হলে। ৩৯ বলে ৩ চার ও ইনিংসের প্রথম ছক্কা মেরে ৩৫ রান করে ম‌্যাকব্রাইনের বলে মিড অফে তার ক‌্যাচ ধরেন মাক অ‌্যাডায়ার।

দ্বিতীয় ম‌্যাচে ৬৮ রানের ইনিংস খেলা ব‌্যাটিং লাইনের নতুন স্তম্ভ তাওহিদ হৃদয় এই ম‌্যাচে বেশি দূর যেতে পারেননি। ১৩ রান করে ডকরেলের বলে বোল্ড হয়ে যান।

এতক্ষণ পর্যন্ত সঙ্গীদের আসা-যাওয়া দেখছিলেন দলনায়ক তামিম ইকাবল। এবার বাজে তার নিজেরই বিদায় ঘণ্টা। তবে এবারের বিদায় ঘণ্টা হতাশার ছিল না। এই হতাশা না হওয়ার কারণ ভাগ‌্য তাকে বিশেষভাবে সহয়তা করেছে। নতুবা ৯ ম‌্যাচ পর হাফ সেঞ্চুরির দেখা পেয়ে ৬৯ রানে যে আউট হয়েছেন, সেটি থেমে যেত পারত ১ রানেই।

এ সময় লিটলের বল তামিমের ব‌্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে সহজ ক‌্যাচ চলে যায় বালবার্নির হাতে। কিন্তু তিনি সে বল হাতে জমিয়ে রাখতে পারেননি। জীবন পেয়ে তামিম ইকবাল ৬১ বলে ৫ চারে ক‌্যারিয়ারের ৫৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম।

জীবনাবসান ঘটে উচ্চবিলাষী শট খেলেতে গিয়ে। ডকরেলকে ক্রিজ ছেড়ে বের হয়ে ছক্কা মারতে গিয়ে শর্ট থার্ডম‌্যানে ক‌্যাচ দেন ক্রেইহ ইয়াংয়ের হাতে।

তামিম আউট হওয়ার সময় দলের রান ছিল ৫ উইকেটে ৩৩.৩ ওভারে ১৮৬। বাংলাদেশ দল লম্বা ব‌্যাটিং লাইনের সুফ ভোগ করে ষষ্ট উইকেট জুটিতে মুশফিক ও মিরাজের মাধ‌্যমে। ইনিংসের সেরা জুটি গড়ে উঠে তাদের মাঝে। ১২ ওভারে ৭৫ রান যোগ হওয়ার পর দুই জনেই আউট হয়ে যান ৪ রানের ব‌্যবধানে প্রথমে মুশফিক, পরে মিরাজ।

মুশফিক হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৪৫ রানে এলবিডব্লিউর শিকার হন ম‌্যাকব্রাইনের বলে। তার ৫৪ বলের ইনিংসে ছিল ১টি ছক্কা ও ৩ টি চার। মিরাজ ৩৯ বলে ৩ চারে ৩৭ রান করে অ‌্যাডালের বলে ক্রেইগ ইয়াংয়ের হাতে । এ সময় দলের রান ছিল ৭ উইকেটে ২৬৫।

এরপর ব‌্যাটিং করার বাকি থাকেন ৪ পেসার মৃত‌্যুঞ্জয়, হাসান ও মোস্তাফিজ। কিন্তু তাদের কারও হাতই ব‌্যাটিংয়ের জনৗ পাকা নয়। ওভার বাকি ছিল ৪.৩টি। কিন্তু এই ওভারই তারা খেলতে পারেননি। ২.২ ওভার খেলে ৯ রান যোগ করে তারা আউট হয়ে যান। ফলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৪৮.৫ ওভারে ২৭৪ রানে। মার্ক অ‌্যাডায়ার ‍৪০ রানে নেন ৪ উইকেট। ডকরেল ৩১ ও বালবার্নি ৩৯ রানে নেন ২টি করে উইকেট।

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

দেশের বাজারে ফের কমলো সোনার দাম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা, যা আগে ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

চলতি ফেব্রুয়ারি মাসে টানা পাঁচবার সোনার দাম বাড়ানোর পর এবার দ্বিতীয়বারের মতো কমলো।

নতুন মূল্য তালিকা (২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর):

২২ ক্যারেট: ১,৫০,৯৬৭ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ১,৪৪,০৯৭ টাকা (প্রতি ভরি)
১৮ ক্যারেট: ১,২৩,৫১০ টাকা (প্রতি ভরি)
সনাতন পদ্ধতি: ১,০১,৭২২ টাকা (প্রতি ভরি)

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।

এর আগে ২৩ ফেব্রুয়ারি সোনার দাম কমিয়েছিল বাজুস, যা ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়। সেই দামের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১,৫৩,৩৭০ টাকা, ২১ ক্যারেটের ১,৪৬,৩৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১,২৫,৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,০৩,৪০১ টাকায় বিক্রি হয়েছে।

 

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় গুণগতমানসম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও ব্যবহারবিষয়ক দুদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি : ঢাকাপ্রকাশ

‘গুণগতমানসম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও এর ব্যবহার’ শীর্ষক দুদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিছন্ন বীজ উৎপাদন এবং বিস্তার’ প্রকল্পের আওতায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) চুয়াডাঙ্গা উপকেন্দ্রে স্থানীয় কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বুধবার ও বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি পর্যন্ত) অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান রোগতত্ত্ব বিভাগীয় প্রধান ড. মো. আনিসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রজনন বিভাগ) ড. কে এম রেজাউল করিম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. মো. নূরে আলম সিদ্দিকী, প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমাম হোসেন এবং কেরু অ্যান্ড কোং-এর উপ-মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া।

প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন বিএসআরআই চুয়াডাঙ্গা উপকেন্দ্রের ইনচার্জ ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ওমর খৈয়াম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

 

ছবি : ঢাকাপ্রকাশ

প্রশিক্ষণে বীজ আখের পরিচর্যা, সার ব্যবস্থাপনা, রোগমুক্ত বিশুদ্ধ বীজ উৎপাদন কৌশল, বিএসআরআই উদ্ভাবিত উচ্চফলনশীল আখের বিভিন্ন জাত, চুয়াডাঙ্গা অঞ্চলের জন্য উপযোগী আখের জাত, বীজ ক্ষেতে রোগ ও পোকা দমন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, বিএসআরআই-এর বিজ্ঞানীরা কৃষকদের বিভিন্ন চাষাবাদ সংক্রান্ত সমস্যার সমাধান প্রদান করেন।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি-লুটপাট, গ্রেফতার ৪

ছবি : ঢাকাপ্রকাশ

শিক্ষা সফরে যাওয়ার পথে টাঙ্গাইলের ঘাটাইলে ৪টি বাসে ডাকাতি ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত বুধবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, আব্দুল আলেকের ছেলে আয়নাল হক (৩৭), মিন্নত আলীর ছেলে ফজলু (৪১), মৃত বছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭) ও আরফান আলীর ছেলে নাসির (৩৫)। তারা সকলেই উপজেলার সাগরদীঘি ও আশে পাশের এলাকার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার রাতে মামলার পর আসামিদের গ্রেফতার অভিযানে নামে পুলিশ। গ্রেফতারকৃত চার জনের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৩টি টর্চ লাইট, ২টি স্বর্ণের আংটি, হাতুড়ি, প্লায়ার্সসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার শেষ রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় থেকে ৪ টি বাস নিয়ে নাটোরের একটি পিকনিক স্পটের দিকে রওনা করেন। প্রায় ২০ জন শিক্ষক কর্মচারি, প্রায় ৪০ জন অভিভাবকসহ ১৮০ জন শিক্ষার্থীদের বহনকৃত বাসগুলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের ফুলমালির চালা এলাকায় পৌঁছলে সড়কের মাঝে গাছ ফেলে দেশীয় অস্ত্র নিয়ে বাসে উঠে ডাকাতি করে ১০/১২ জন ডাকাত। এ সময় নগদ টাকা দেড় লাখ টাকা, স্বর্ণ দেড় ভরি ও ১০ টা স্মার্টফোন লুটপাট করে পালিয়ে যায়।

এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করার পর ঘটনাস্থলে পুলিশ আসলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় ঘাটাইল থানায় একটি মামলা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে ফের কমলো সোনার দাম
চুয়াডাঙ্গায় গুণগতমানসম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও ব্যবহারবিষয়ক দুদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি-লুটপাট, গ্রেফতার ৪
সবার জন্য উন্মুক্ত কনসার্ট, জেমসসহ গাইবেন আরও পাঁচ ব্যান্ড
বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমন সংবাদ দিয়ে ছেলেকে অপহরণ
রামপুরায় গাড়িচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৫৩ জন কর্মকর্তাকে রদবদল
‘টাকা-পয়সা-গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’
বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা
নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার: হাইকোর্টের ঐতিহাসিক রায়
সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’: বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪৩ জন
বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু ৯ মার্চ, সরকারের ব্যয় ৫২৫ কোটি টাকা
চা দোকানির ছেলে হলেন বিচারক
টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল চালকের প্রাণ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২৭১ পদে বিশাল নিয়োগ
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে আগ্রহী ঢাকা: প্রধান উপদেষ্টা
কোন বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন নারীরা?
এসএসসি পাসে পুলিশে চাকরি, আবেদন ফি ৪০ টাকা
সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্বপালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান