রনি-মৃত্যুঞ্জয়ের অভিষেক, একাদশে চার পেসার বাংলাদেশের
টাইগাররা দেশে কিংবা দেশের বাইরে বিশ্বের যেকোনো প্রান্তে খেলতে নামুক না কেন, তাদের খেলার প্রতি বিশেষ নজর থাকে দেশের ক্রিকেটপ্রেমীদের।
রবিবার (১৪ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ নিয়ে তাদের সে রকম আগ্রহ কম। এর কারণ দেশে বিদ্যমান ঘূর্ণিঝড় ‘মোখা’। আবাহাওয়া অধিদপ্তর ধেকে যে পূর্বাভাস এসেছে, তাতে করে এর বাইরে অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করার অবকাশ কমই।
এদিকে, বাংলাদেশে যখন ঘূর্ণিঝড় মোখার চোখ রাঙানি, তখন ইংল্যান্ডের আবহাওয়া ঝকঝকে। নেই বৃষ্টির লোকুচুরি খেলা। যা ছিল প্রথম দুই ওয়ানেড ম্যাচে খুব বেশি করে। প্রথম ম্যাচ তো বৃষ্টির কারণে পরিত্যাক্তই হয়েছিল। দ্বিতীয় ম্যাচ নেমে এসেছিল ৪৫ ওভারে। বাংলাদেশ জিতেছিল ৩ উইকেটে।
ইংল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সাারদিনই রোদ জলমলে থাকার কথা। বাংলাদেশ জিতলে সিরিজ নিশ্চিত, আয়ারল্যান্ড জিতলে সমতা। এমন সমীকরণে আয়ারল্যান্ড টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়।
সিরিজ নিশ্চিতকরণ ম্যাচে বাংলাদেশ চার পেসার নিয়ে খেলতে নামছে। তারা হলেন- এবাদত, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও অভিষিক্ত মৃত্যুঞ্জয় চৌধুরী।
বাংলাদেশের সেরা একাদশে পরিবর্তন এসেছে ৩টি। ইনজুরির কারণে নেই। সাকিব। বাদ পড়েছেন তাইজুল ও শরিফুল। তাদের পরিবর্তে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। এ ছাড়া, বাংলাদেশের ১৪১তম ও ১৪২তম ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরীর।
বাংলাদেশ সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
এমপি/এমএমএ/