সব ফরম্যাটে খেলবেন সাকিব
আর্ন্তজাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না তামিম
গুঞ্জনটা বেশ কিছু দিন থেকেই ডাল-পালা মেলছিল। দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে তামিম ইকবালের অনীহা। এবার সে গুঞ্জনকে সত্য প্রমাণিত করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই।
শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘ ওর (তামিম ইকবাল) সঙ্গে আমি কথা বলেছি। ওকে আমি বলেছিলামও তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে, আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না। এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিত নয়। কেউ যদি খেলতেই না চায়, তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক নয়।’ তবে তামিম ইকবাল এখনো সরাসরি কিছু বলেননি।
তামিম ইকবালের না খেলার গুঞ্জনের শুরুটা গত বছর জুলাই মাসে জিম্বাবুয়ে সফর থেকে। টেস্ট সিরিজ খেলার পর তিনম্যাচের টি-টোযেন্টি সিরিজ না খেলেই তামিম ইকবাল দেশে ফিরে আসেন। ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সিরিজ মিস করলেও টি-টোযেন্টি বিশ্বকাপ থেকে নিজেকে স্বেচ্ছায় সরিয়ে নেন। এই সরে যাওয়া ছিল আবারো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে। সব মিলিয়ে এখানে তিনি ২৪টি ম্যাচ খেলেননি।
চলতি বিপিএল দিয়ে তামিম ইকবাল আবার টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরেছেন প্রায় দুই বছর পর। সর্বশেষ আর্ন্তজাতিক ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের মার্চ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে। এ ছাড়া গত বছর তিনি প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। সেখানে তিনি খেলেছিলেন। তবে আবার ফিরে তিনি আছেন দারুণ ফর্মে। দুই ম্যাচ খেলে দুইটিতেই তিনি ফিফটি করেছেন। প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫০ রান করার পর দ্বিতীয় ম্যাচে শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে করেন ৫২ রান। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন,‘ তামিম ভালো খেলেছে। ও তো সবসময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিত। ফিফটি হয়ে গেলেই মারমুখো হয়ে আউট হয়ে যাচ্ছে। ইনিংস আরও বড় করা উচিত, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।’
এদিকে তামিম ইকবাল টি-টোয়েন্টি ক্রিকেটে না খেলার কথা বিসিবি সভাপতিকে জানালেও সাকিব আল হাসান আবার সব ফরম্যাটে খেলবেন বলে জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘‘সাকিবের সাথে আমার শেষ যে কথা হয়, সেটার পর কথা বলেছে হয়ত আপনাদের সঙ্গে। আমার সঙ্গে যা কথা হয়েছে ও জানুয়ারি থেকে সব ফরম্যাটে খেলবে। কোনো খেলা মিস করবে না। এর মধ্যে টেস্টও নিশ্চয়ই থাকবে।’
এদিকে বিপিএলে পিচে দিনের ম্যাচে একরকম আর রাতের ম্যাচে আরেক রকম আচরণে অবাক হয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘ প্র্রথম ম্যাচটাতে একেবারেই রান হয়নি। এটা তো আশ্চর্য্যার! এত কম হওয়ার কথা না। তারপরও নিশ্চয়ই সমস্যা ছিল। আবার এই পিচেই আজ চট্টগ্রাম তো ভালোই খেলল। আসলে বলা মুশকিল। কালও একই পরিস্থিতি ছিল, প্রথম ম্যাচে রান কম ছিল পরের ম্যাচে বেশি। এটা নিয়ে আমি বলার আগেই ওরা ( গ্রাউন্ডস কমিটি) কথাবার্তা বলছে।’ তবে এখানে নাজমুল হাসান পাপন নিজেই একটা সমীক্ষা চালাতে চান। তার সে সমীক্ষা হলো যে সব দল রাতের ম্যাচে রান করেছে, সে সব দল দিনে খেলার পর কী করে? তিনি বলেন, ‘ যেসব দল রাতে রান করছে, দিনে তাদের খেলা দেখার আগ পর্যন্ত কিছু বলা মুশকিল।’
এমপি