বিপিএলে মুশফিককে টপকে গেলেন তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর শুরুর আগে চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন মিনিস্টার ঢাকার তারকা ওপেনার তামিম ইকবাল। চ্যালেঞ্জটি হলো বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে উঠা। আসরের পরপর দুই ম্যাচে ফিফটি হাঁকিয়ে শীর্ষ স্থানের মুকুটটা নিজের করে ফেললেন তামিম। এর আগে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুশফিকুর রহিম।
শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচে মুশফিকের খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে তামিমের মিনিস্টার ঢাকা। এই ম্যাচে ৪২ বলে ৫১ রান করেছিলেন তামিম। বিপরীতে মুশফিক করেন মাত্র মাত্র ৬ রান। ফলে দুজনের রানের ব্যবধান মাত্র ৯ রানে নেমে আসে।
আজ (২২ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামে তামিমের দল। এ ম্যাচেও ৪৫ বলে ৫২ রান করলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যান এই ওপেনার। এর মধ্যে দিয়ে বিপিএল ক্যারিয়ারে তার সংগ্রহ দাঁড়ায় ৭১ ইনিংসে ২৩২৩ রান।
বিপিএলে মুশফিক করেছিলেন ৮২ ইনিংসে ২২৮০ রান। মুশফিকের পর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিন নম্বরে মাহমুদউল্লাহ (৮০ ইনিংসে ১৮৬১ রান), চার নম্বরে ইমরুল কায়েস(৮১ ইনিংসে ১৭৮৪ রান) ও পাঁচ নম্বরে সাব্বির রহমান (৭৯ ইনিংসে ১৬৩৮ রান) আছেন।
এসআইএইচ/