একই সময়ে বাংলাদেশ-ভারতের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান
বিশ্ব ক্রিকেটে ভারত যেন এক মধুর নাম। এই মধু আহরণ করে পান করতে চায় যেকোনো ক্রিকেটে খেলুড়ে দেশও। এমন কি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলও অপেক্ষায় থাকে কখন খেলবে ভারতের বিপক্ষে ম্যাচ।
তাইতো ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিশ্চিত হওয়ার পর আফগানিস্তানেরও তর সইছে না। যে কারণে তারা বাংলাদেশ সফরে দুই ভাগে সিরিজ খেলার জন্য বিসিবিতে প্রস্তাব দিয়েছে। এই নিয়ে কথা চলছে দুই বোর্ডের।
২০২৩ সালে বাংলাদেশের খুবই ব্যস্ত সূচি যাচ্ছে। দ্বি-পাক্ষিক সিরিজ ছাড়াও আছে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। বর্তমানে বাংলাদেশ দল রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ইংল্যান্ডে। এই তিনটি ম্যাচও আইসিসি ওয়ানডে বিশ্বকাপের অংশ। প্রথম ম্যাচ হয়েছে গেছে ৯ মে। বৃষ্টিতে হয়েছে পরিত্যক্ত। বাকি ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ও ১ ৪ মে। এরপর বাংলাদেশ দল ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ।
আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে আছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে বিসিবি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে ১টি টেস্ট বাদ দিয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) লন্ডনে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে আমাদের দুটি টেস্ট হওয়ার কথা ছিল। আমরা একটা টেস্ট কমিয়ে এনেছি। এখন একটা টেস্ট, তিনটা ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলব। এটাই সূচি। যেহেতু আগের সূচিতে পরিবর্তন হয়েছে, এটা নিয়ে আফগানিস্তান বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। আমার মনে হয় আজ-কালের মধ্যে ভেন্যু ফাইনাল হয়ে যাবে, কোথায় খেলা হবে।
এখন আঘগানিস্তান আবার বিসিবিকে প্রস্তাব দিয়েছে তারা দুই ভাগে বাংলাদেশে এসে সিরিজ খেলতে চায়। প্রথমে টেস্ট খেলে চলে যাবে। পরে এসে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি। আফগানিস্তানের এ রকম প্রস্তাবের কারণ এই ফাঁকে তারা ভারত গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ভারতে তাদের এই এই সূচি আগে চূড়ান্ত করা ছিল না। পরে চূড়ান্ত হয়েছে। তাই তারা ভারাতের বিপক্ষে খেলাটা হাত ছাড়া করতে চায় না। তাই বিসিবিকে এ রকম প্রস্তাব দিয়েছে। বিসিবিও তাদের প্রস্তাবে সম্মত হয়েছে বলে লন্ডনে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবির সম্মত হওয়ার কারণ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। এরপর কোরবানির ঈদের কারণে ছুটিতে থাকবেন ক্রিকেটাররা্। আর এই ছুটির সময়টাকেই কাজ লোগাতে চাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার জালাল ইউনুস সাংবাদিকদের বলেন. ‘যেহেতু মাঝে কোরবানির ঈদ আছে। তারা চেয়েছে এখানে একটা ফরম্যাট খেলে ভারত চলে যাবে। সেখানে ভারতের সঙ্গে একটা সিরিজ আছে। সেটা খেলার জন্য তারা চলে যাবে। এখানে একটা টেস্ট ম্যাচ হবে। এরপর ঈদের সময় ওরা ভারতে সিরিজ খেলতে যাবে। সিরিজ খেলে এসে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে। এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। তারা ভারত সিরিজ নিয়ে খুব রোমাঞ্চিত। সিরিজটি নিশ্চিত হয়ে যাওয়ার পর ওরা আমদের এই সূচিতে খেলার রিকয়েস্ট করেছে।’
দুই ভাগে খেললে মাঝে বিরতি কতদিনের হবে জানতে চাওযা হলে জালাল ইউনুস বলেন, ‘নিশ্চিত করে ব্রেকটা বলতে পারছি না। তবে খুব একটা বড় না। আমরা মেনে নিয়েছি। কারণ, আমাদের এখানেও ছুটি। কোরবানির ঈদের মধ্যে প্লেয়াররা ছুটিতে থাকবে। তাই এতে আমাদের কোনো আপত্তি ছিল না।’
এমপি/এমএমএ/