ওয়ানডে র্যাঙ্কিং: শীর্ষে অস্ট্রেলিয়া, দুইয়ে পাকিস্তান
বিশ্বকাপের বছরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে ওঠা-নামা চলছে শক্তিধর দলগুলোর। কিছুদিন আগে প্রথমবার তালিকার চূড়ায় চেপে বসে পাকিস্তান। সেখান থেকে অবনমন হয় তিনে। সবশেষ বৃহস্পতিবার (১১ মে) হালনাগাদ হওয়া র্যাঙ্কিংয়ে আবার দুইয়ে ফিরেছেন বাবর আজমরা।
পাকিস্তানের উন্নতিতে অবনমন হয়েছে ভারতের। চিরপ্রতিদ্বন্দ্বীদের হটিয়ে দ্বিতীয় স্থান দখলে নিয়েছে বাবরের দল। তাদের রেটিং পয়েন্ট ১১৬। মাত্র ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মারা। শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়া। ৫ পয়েন্ট বাড়ায় তাদের মোট পয়েন্ট এখন ১১৮।
আইসিসি জানিয়েছে, ‘র্যাঙ্কিং হালনাগাদের আগে, অস্ট্রেলিয়া ১১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। ভারত দশমিক সংখ্যায় তাদের পেছনে ছিল। পাকিস্তান ১১২ পয়েন্টে তৃতীয় স্থানে ছিল। চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চতুর্থ ওয়ানডে জয়ে অল্প সময়ের জন্য শীর্ষে ওঠেছিল পাকিস্তান।’
র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অবস্থান চারে (১০৪ পয়েন্ট)। ১০ পয়েন্ট হারিয়ে পঞ্চম স্থানের রয়েছে ইংল্যান্ড (১০১)। লম্বা লাফ দিয়েছে আফগানিস্তান। আট নম্বরে ওঠে এসেছে তারা। শ্রীলঙ্কা নয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ দশে রয়েছে। বাংলাদেশের অবস্থান সপ্তম স্থানে। টাইগারদের ওপরে আছে দক্ষিণ আফ্রিকা।
এমএমএ/